শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার ভোরে পৃথক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বকাপ বাছাইপর্বের ভিন্ন ম্যাচে কাল মাঠে নামছে ল্যাটিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় চিলির আতিথ্য নেবে ব্রাজিল। আর সকাল ৬টায় অ্যাওয়ে ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

[৩] বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে আছে ব্রাজিল। কাতারের টিকেট পেতে খেলা ছয় ম্যাচে শতভাগ জয় ব্রাজিলের। সবশেষ ২৩ ম্যাচে অপরাজিত তিতের দল। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শেষবার হারের স্বাদ পেয়েছিল সেলেসাওরা, সেটি আবার শুক্রবারের প্রতিপক্ষ চিলির বিপক্ষেই। তবে চিলির বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে বেশ এগিয়ে ব্রাজিল। দুই দলের ৭৩ দেখায় নেইমারদের জয় ৫২টিতে, বিপরীতে হেরেছে মাত্র ৮টি ম্যাচ।

[৪] তবে এবার কাজটা কঠিন হবে ব্রাজিলের জন্য। কারণ ইংলিশ লিগের ক্লাবগুলো তাদের ফুটবলার না ছাড়ায় ফিরমিনো, হেসুস, রিচারলিসন, অ্যালিসনসহ ৯ জন নিয়মিত ফুটবলারকে পাচ্ছে না ব্রাজিল। তবে শেষ মুহূর্তে দলের সাথে যোগ দেয়া নেইমারের সার্ভিস পাচ্ছেন কোচ তিতে।

[৫] তিতে বলেন, কে আছে আর কে নেই সেটা নিয়ে ভাবতে চাই না। কারণ যারা মাঠে নামবে তারা সবাই ব্রাজিলের জয়ের জন্য লড়বে। কেবল মাত্র ৩ পয়েন্টের লক্ষ্য আমাদের।

[৬] অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ফর্মটা প্রত্যাশিত নয়। ৬ ম্যাচে ৩টি জয় আর ৩টি ড্র আলবিসেলেস্তেদের। কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা তাই ভেনেজুয়েলার বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না। ব্রাজিল ৯ জন ফুটবলারকে না পেলেও সেরা শক্তির দলই পাচ্ছে আর্জেন্টিনা। মেসির সাথে আক্রমণের দায়িত্ব সামলাবেন লাওতারো মার্টিনেজ ও আনহেল ডি মারিয়া। গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়