শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদেরকে এখন ১০০ রান করা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে: গ্লেন পকনাল

মাহিন সরকার: [২] বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬০ রানে অলআউট হওয়ার পর এখন ১০০ রান করাকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ থেকে দল অনেক কিছু শিখেছে বলেও জানিয়েছেন দলটির কোচ পকনাল।

[৩] প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের অসহায়ত্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে। ৯ রানে ৪ উইকেট হারানো দলটি শেষ ১৭ রানে হারায় ৬ উইকেট। দলের এমন বেহাল দশায়ও শেখার চেষ্টায় রত কোচ।

[৪] পকনাল বলেন, অনেক কিছু শিখলাম। খুবই চ্যালেঞ্জিং ছিল। বাংলাদেশ দলটাও অনেক ভালো খেলছে। আমাদের মাথায় অস্ট্রেলিয়া সিরিজের রান ছিল। কিন্তু আজকের উইকেটে মনে হয়েছে অস্ট্রেলিয়া সিরিজের রান বেশিই ছিল। দুই দলের জন্যই কঠিন ছিল। আমরা যদি ২৫ রান বেশি করতাম তাহলে ম্যাচটা জমে উঠত।

[৫] ৮৫ রানে জয়ের সুযোগ দেখা পকনাল অবশ্য বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে ভুলেননি। একইসাথে নিজের দলের বোলারদের সামর্থ্য নিয়েও আশাবাদী তিনি। দুই দলই বোলিং ভালো করেছে। দুই দলেই স্পিনার ভালো। পেসাররা স্লোয়ার বলের ভালো ব্যবহার করেছে। সেদিক থেকে দুই দলের বোলিংকে কাছাকাছিই মনে হয়েছে। এটাই এখন চ্যালেঞ্জ, কিভাবে আমরা ১০০ রানে যেতে পারি। আমার মনে হয় আমরা পারব।

[৬] পকনাল মনে করছেন, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা উইকেটের চরিত্র বুঝতে পারেননি। এত কম রান নিয়ে জয়ের জন্য লড়াই করাও কঠিন, এমনটি উল্লেখ করে পকনাল বলেন, আমরা মনে হয় উইকেটের চরিত্র বুঝতে পারিনি। এতো কম রান নিয়ে খেলা চ্যালেঞ্জিং। আমরা খুব ভালো করছিলাম যখন ল্যাথাম ও নিকলস জুটি গড়েছিল। ওরা যেভাবে খেলেছে সেখান থেকে আমরা ইতিবাচক কিছু নিতে পারি। ব্যাটসম্যান যারা আছে তাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। আশা করি দুই দিনের মধ্যে ভালো কিছুই করতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়