শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী পেসার লিয়াম প্ল্যাঙ্কেট

স্পোর্টস ডেস্ক : [২] যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ক্রিকেটারদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে, অনিশ্চয়তা কিংবা থমকে যাওয়া ক্যারিয়ার পুনরুদ্ধারে সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা বেছে নিচ্ছেন মেজর লিগকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী পেসার লিয়াম প্ল্যাঙ্কেট।

[৩] ২০১৯ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলা এই পেসার ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, দেশটির হয়ে ১৩ টেস্ট, ৮৯ ওয়ানডে ও ২২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি উইকেট পেয়েছেন যথাক্রমে ৪১, ১৩৫ ও ২৫ টি। ২০০৫ সালে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক হয়েছিলো লিয়াম প্ল্যাঙ্কেটের, ২০১৯ সালের ফাইনাল ম্যাচটি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ হয়ে আছে তার। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি, ৩৭ বছর বয়সী এই পেসার ভবিষ্যতের কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের মেজর লিগে নাম লিখিয়েছেন।

[৪] মেজর লিগে কায়া ওভালের হয়ে খেলবেন প্ল্যাঙ্কেট, যুক্তরাষ্ট্রে খেলার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিতই লিয়াম প্ল্যাঙ্কেট। ক্যারিয়ারের দ্বিতীয় ধাপে এসে যুক্তরাষ্ট্রের মতো সম্ভাবনাময় দেশের ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেয়ে খুশিই ইংলিশ এই পেসার। যুক্তরাষ্ট্রে খেলা নিয়ে রোমাঞ্চিত প্ল্যাঙ্কেট বলেন, ওখানে আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে। মেজর লিগ ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত, আমার লক্ষ্য থাকবে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উন্নয়নের জন্য সাহায্য করা।

[৫] যুক্তরাষ্ট্র ক্রিকেটে নাম লেখানোয় আনুষ্ঠানিক ভাবে ইতি ঘটলো প্ল্যাঙ্কেটের ইংল্যান্ড অধ্যায়, ইংল্যান্ডের হয়ে আমার ক্যারিয়ার দারুণভাবে উপভোগ করেছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর আমি দারুণ উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের খেলাধুলার উন্নয়নে অংশ নিতে পেরে। আমি খেলোয়াড় ও কোচ হিসেবে অবদান রাখতে চাই। - স্কাই স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়