শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৫ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের আলি দাইকে ছাপিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক: [২] আলি দাইকে স্পর্শ করেছিলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচ গোল করে। এবার চলমান বিশ্বকাপ বাছাইপর্বে গোল করলেন আবারও। সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

[৩] বিশ্বকাপ বাছাইয়ে বুধবার (১ সেপ্টেম্বর) রাতে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ দিকে সমতাসূচক গোলটি করে এককভাবে চূড়ায় উঠে বসেন পর্তুগাল অধিনায়ক। জুন-জুলাইয়ে হওয়া ইউরোয় সর্বোচ্চ পাঁচ গোল করার পথে বেশ কয়েকটি কীর্তি গড়েন রোনালদো। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে জোড়া গোল করে ইরানের কিংবদন্তি ফুটবলার দাইয়ের ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

[৪] প্রতিযোগিতাটির শেষ ষোলোয় দল ছিটকে পড়ায় রেকর্ডটি একার করে নেওয়ার জন্য অপেক্ষায় থাকতে হয় রোনালদোকে। তবে সেই প্রতীক্ষা মোটেও দীর্ঘ হলো না। আইরিশদের বিপক্ষে দলের অতি প্রয়োজনের মুহূর্তে ৮৯তম মিনিটে হেডে দাইকে ছাপিয়ে যান তিনি। আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আরেকটি হেডে জয় নিশ্চিত করেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার গোল এখন ১১১টি।

[৫] ১৯৯৩-২০০৬ সালের ক্যারিয়ারে ১৪৯ ম্যাচে রেকর্ডটি গড়েছিলেন দাই। ১৮০তম ম্যাচ খেলতে নেমে তাকে ছাড়িয়ে গেলেন সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা রোনালদো। পুরুষ ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে ৯০ এর বেশি গোল আছে কেবল দাই ও রোনালদোর। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (১৪) ও ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ (২১) গোলের রেকর্ডও তার দখলে। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনালদো ক্লাব ফুটবলের সেরা এই প্রতিযোগিতায়ও রেকর্ড গোলদাতা। বিডিনিউজ/ গোল ডটকম/ লিসবনটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়