শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদের অধিবেশন বসবে আজ, চলবে ৪ কার্যদিবস

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ বুধবার ১ সেপ্টেম্বর শুরু হবে । স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় সংসদের বৈঠক বসবে। অধিবেশন চলবে ৪ কার্যদিবস। করোনাভাইরাসের কারণে অধিবেশন শুক্রবার ও শনিবার বসবে বলে সংসদ সচিবালয়ে আইন শাখা সূত্রে জানা গেছে।

[৩] সূত্র জানায়, ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন তৃতীয় দিন শুক্রবার ও চতুর্থদিন শনিবার ছুটির দিন হলেও অধিবেশন বসার সম্ভবনা রয়েছে। । ওইদিন বিকেল সাড়ে ৪টায় বসবে অধিবেশন। করোনার কারণে তাড়াতাড়ি অধিবেশন শেষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবারও সাংবাদিকরা প্রবেশের অনুমতি পাচ্ছেন না।

[৪] করোনাকালীন অন্যান্য অধিবেশনের মতো কঠোর স্বাস্থ্যবিধি মনে চলবে অধিবেশন। এবারও দর্শণার্থীদের প্রবেশাধিকার থাকছে না। কোভিড-১৯ নেগেটিভ ছাড়া কেউ সংসদে প্রবেশ করতে পারবেন না বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

[৫ ] এদিকে, জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী বলেন, করোনাকালীন অন্যান্য অধিবেশনের মতোই চতুর্দশ অধিবেশন চলবে। সংক্ষিপ্ত হবে অধিবেশন। কোভিড-১৯ টেষ্ট করে যাদের ফলাফল নেগেটিভ আসবে তারাই অধিবেশনে যোগ দিতে পারবেন।

[৬] তিনি বলেন, রেষ্টার অনুযায়ী সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নিবেন।

[৭] জানা গেছে, আসন্ন অধিবেশনে “জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিল, ২০২১” এবং “গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল, ২০২১” বিলসহ আরও ৩/৪ টা বিল পাস হবে।

[৮] ১৬ আগষ্ট সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেন।

[৯] ] সূত্র জানায়, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই সংক্ষিপ্ত চতুর্দশ অধিবেশন আহবান করা হয়েছে।

[১০] সূত্র জানায়, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নাই।

[১২] উল্লেখ্য, গত ৩ জুলাই শেষ হয় সংসদের বাজেট অধিবেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়