শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কথা দিলাম, ম্যানচেস্টার ইউনাইটেডে আমাকে নিয়ে ইতিহাস লেখা হবে: রোনালদো

স্পোর্টস ডেস্ক : [২] যারা আমাকে চেনে, তারা সবাই জানে যে, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার ভালোবাসা সীমাহীন। এই ক্লাবে যত দিন ছিলাম, তা ছিল দুর্দান্ত এবং যে পথ আমরা একসঙ্গে পাড়ি দিয়েছিলাম, তা এই মহান ও চমৎকার প্রতিষ্ঠানের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা রয়েছে। ১২ বছর পর ইংলিশ দলটিতে নতুন যাত্রা শুরুর আগে এমনটাই বলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

[৩] আগামী দুই বছরের জন্য ম্যানইউর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সিআর সেভেন। পর্তুগীজ মহাতারকার কাছে সুযোগ রয়েছে আরও এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি করার। ১ কোটি ৫০ লাখ ইউরোয় জুভেন্টাস থেকে যোগ দিচ্ছেন পুরান দলে। শর্তসাপেক্ষে আরও ৮০ লাখ ইউরো দেওয়ার কথা রয়েছে ক্লাবটির। তার পরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লম্বা বার্তা দিয়েছেন তিনি।

[৪] ওল্ড ট্র্যাফোর্ডে আমি ফিরছি, খবরটি যখন বিশ্বের কাছে পৌছে দেয়া হলো, সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে যাওয়ার এতদিন পর ফিরে আসাটা স্বপ্ন পূরণের মতো। তাছাড়া, প্রতিপক্ষ হিসেবেও সবসময় গ্যালারির (ইউনাইটেড) সমর্থকদের কাছ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা অনুভব করেছি। এটা নিঃসন্দেহে শতভাগ স্বপ্ন দিয়ে তৈরি।

[৫] ১৮ বছর বয়সে অভিষেক হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ঐতিহ্যবাহী দলটির জার্সিতে মাঠ মাতিয়েছেন। সব প্রতিযোগিতায় ২৯২ ম্যাচে ১১৮ গোল করেনে। তিনটি প্রিমিয়ার লিগ ও লিগ কাপ জেতেন। একটি করে চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও ক্লাব বিশ্বকাপ ট্রফিতে চুমু খান। ৩৬ বছর বয়সে আবারও লাল ম্যানচেস্টারে আসার আগে ঘোষণা দিলেন ইতিহাস সৃষ্টি করার।

[৬] রোনালদো বলেন, প্রথম ঘরোয়া লিগ, প্রথম কাপ, পর্তুগিজ জাতীয় দলে প্রথম ডাক পাওয়া, প্রথম চ্যাম্পিয়নস লিগ, প্রথম গোল্ডেন বুট এবং প্রথম ব্যালন ডি’অর- এই সব কিছুর জন্ম হয়েছে রেড ডেভিলস ও আমার মধ্যকার বিশেষ বন্ধনের মধ্য দিয়ে। অতীতে ইতিহাস লেখা হয়েছে এবং আবারও ইতিহাস লেখা হবে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি। ম্যানইউতে প্রত্যাবর্তনের পেছনের কারণ হিসেবে সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসনের নাম উল্লেখ করেছেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী এই ফরোয়ার্ড। - আরটিভি নিউজ/ দ্য সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়