শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৯ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫

নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০.৫৪ শতাংশ।

বুধবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার করোনায় মৃত্যু হয়েছিল দুই জনের, শনাক্ত হয়েছিলেন ২০৫ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ১০৬ জন, বাকিরা বিভিন্ন উপজেলার।

নতুন শনাক্তদের মধ্যে সাতকানিয়ায় এক, আনোয়ারায় এক, বাঁশখালী এক, চন্দনাইশের দুই, বোয়ালখালীতে এক, রাউজানে এক, হাটহাজারীতে ২৪, সীতাকুণ্ডে তিন ও সন্দ্বীপে চার জন করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৪৮৬ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরের ৭২ হাজার ৩৩৪ জন। বাকি ২৭ হাজার ১৫২ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃতদের একজন চট্টগ্রাম নগরের, বাকি চার জন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ২৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৮৯ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৪৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়