শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৭ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

হাসান তাকী: আজ ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ৪৪ বছরে পা দিচ্ছে বিএনপি। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে বলে মনে করছেন দলেটির নেতা কর্মীরা। তারা বলছেন, এমন এক সময়ে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে, যখন করোনা মহামারি সারা বিশ্বকে গ্রাস করে ফেলেছে। শর্ত সাপেক্ষ মুক্ত হলেও রাজনীতির বাইরে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। ফলে খুব সাদামাটাভাবে পালিত হবে দলেটির প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা পোস্ট

তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সব প্রয়াত-নিহত নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনা করেছেন।

অনুরূপ এক বাণীতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ থেকে ৪৩ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ জিয়াউর রহমান এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের অন্ধকার যুগ থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। আমি তার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বারবার দেশ ও গণতন্ত্রের সঙ্কটকালে অসীম সাহসিকতার সঙ্গে জুলুম-নির্যাতনকে সহ্য করেও দুর্বার আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন আমি সেই অদম্য সাহসের প্রতীক বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এদিনে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত যেসব নেতারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতিও জানাই গভীর শ্রদ্ধা। বিএনপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে এখন পর্যন্ত যেসব নেতাকর্মীরা আত্মদান করেছেন তাদের প্রতিও জানাই আমার অকৃত্রিম শ্রদ্ধা। বাংলানিউজ ২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এটা ঠিক, বিএনপি কঠিন সময় অতিক্রম করছে। তবুও এখনকার বিএনপি অন্য সময়ের তুলনায় বেশি শক্তিশালী। সরকারের দুঃশাসন ও নানা প্রতিকূলতায়ও বিএনপি টিকে আছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা সংগ্রাম করছি। আমাদের শপথ হচ্ছে, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে কারামুক্ত করা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। তবে লন্ডন থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। এখানে নেতৃত্বের কোনো সংকট নেই। স্থায়ী কমিটির অন্য আরেক সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে ২০২৩ সালে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা। আমাদের চেয়ারপারসনকে মুক্ত করা। বাংলাদেশ প্রতিদিন

কর্মসূচি: বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় হেলথ ক্যাম্প এবং করোনা রোগীদের জন্য ওষুধ ও করোনা সামগ্রী বিতরণ। সেই সঙ্গে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ।

২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা।

সারাদেশের কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসহ বিভিন্ন ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদা উদযাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়