শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জিএম মিজান: [২] বগুড়ার শেরপুরে পল্লী অঞ্চলে সুমাইয়া খাতুন (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার শালফা গ্রামের বসতবাড়ীর শয়নকক্ষ লাশটি উদ্ধার করে।

[৪] জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের শাহাদত হোসেনের সঙ্গে একই গ্রামের মনছের আলী ফকিরের মেয়ে সুমাইয়া খাতুনের পাঁচ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর শাহাদত হোসেনকে শ্বশুরবাড়িতে ঘর জামাই রাখা হয়। তবে তিনি ঢাকায় থেকে রডমিস্ত্রি হিসেবে কাজ করতেন। সে কারণে সুমাইয়া খাতুন তার বাবার বাড়ীতে বসবাস করতেন। মঙ্গলবার সকাল ১০টায় নিহতের মা-বাবা বাড়ির বাহিরে সাংসারিক কাজ করছিলেন। কাজ শেষে বাড়িতে গিয়ে দেখে মেয়ে সুমাইয়ার ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পায় সুমাইয়ার দেহ ঝুলছে।

[৫] খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

[৬] শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, সুমাইয়া খাতুন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়