শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০২:৩৮ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামিন হলেও আজ মুক্তি মিলছে না পরীমণির

মনিরুল ইসলাম, মহসীন কবির ও মামুন খান: [২] রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৬ দিন কারাবাসের পর চিত্রনায়িকা পরীমণির জামিনের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস ৫০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

[৩] আধাঘন্টা ধরে জামিন শুনানি হয়। আসামীর পক্ষে অ্যাডভোকেট মজিবুর রহমান বলেন, পরীমণিকে তিন দফায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের আগে ২৪ ঘন্টার বেশি তাকে পুলিশ কাস্টডিতে রাখা হয়।পরীমণি অসুস্থ। জেলে থাকায় তার অনেকগুলো ছবির কাজ আটকে আছে। মামলার অবস্থা বিবেচনায় তিনি জামিন পেতে পারেন। যে কোনো শর্তে তাকে জামিন দেন। চার্জশিট দাখিল হলে আমরা ট্রায়াল ফেস করবো। [৪] রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করে বলেন, গত ৪ আগস্ট র‌্যাব তার বাসায় অভিযানে যায়। বাসায় ১৮.৫ লিটার মদ, অনেক খালি বোতল পাওয়া গেছে। র‌্যাবকে বাইরে এক ঘন্টা দাঁড় করিয়ে রেখে তারা মদের বোতলগুলো খালি করে। এছাড়া তার বাসায় এলএসডি, মাদক আইস পাওয়া যায়।

[৪] রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, অনেক মাদক মামলা হচ্ছে। দীর্ঘদিন কারাবাসের পরও জামিন হচ্ছে না। আইন সবার জন্য সমান। পরীমণির বাসা থেকে ভয়াবহ মাদক উদ্ধার করা হয়েছে। মাদকের পরিমাণ বেশি, কাস্টডি কম। তাই তার জামিনের বিরোধিতা করছি।

[৫] উভয়পক্ষের শুনানি শেষে অসুস্থ, নারী, অভিনেত্রী, মাদকের মূল্য বিবেচনায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত আদালত পরীমণির জামিনের আদেশ দেন।

[৬] এদিকে জামিনের খবরে টিভি-সিনেমায় দেখা এ নায়িকাকে সামনাসামনি একনজর দেখতে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে আনাগোনা বেড়েছে উৎসুক জনতার। সেখানে অবস্থান নিয়েছেন গণমাধ্যমকর্মীরাও। টহলে রয়েছেন পুলিশ সদস্যরা। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়