শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৮:১৩ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়াসিম আকরামও পিসিবির চেয়ারম্যান হতে চেয়েছিলেন, ইমরান খান বেছে নিলেন রমিজকে

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা সে দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হতে চলেছেন। পাকিস্তান প্রধানমন্ত্রী ও দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কাছ থেকে ইতোমধ্যে সবুজ সংকেতও পেয়ে গেছেন তিনি। এদিকে পিসিবি চেয়ারম্যান হতে আগ্রহী ছিলেন কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামও। কিন্তু ইমরান খান তার ব্যাপারে নেতিবাচক ছিলেন।

[৩] এহসান মানির উত্তরসূরি হিসেবে ওয়াসিম আকরামই ফেভারিট ছিলেন বলে খবর। পিসিবির এক সূত্র এ প্রসঙ্গে বলেছেন, এটা সত্যি যে, ওয়াসিম আকরামের নাম পিসিবি চেয়ারম্যানের পদে বিবেচনা করা হচ্ছিল। ওয়াসিম নিজেও আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে প্রধানমন্ত্রী ইমরান খান জানান রামিজ রাজাকে বেছে নেওয়াই যথাযথ হবে, যেহেতু তিনি অতীতের কোনো বোঝা বয়ে বেড়াবেন না।

[৪] অতীতে ওয়াসিম আকরামের বিরুদ্ধে ওঠা ম্যাচ গড়াপেটার অভিযোগই এ ক্ষেত্রে তার পিসিবি চেয়ারম্যান হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। ৯০-এর দশকের পাকিস্তান ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা গড়াপেটার অভিযোগের কেন্দ্রে ছিল ওয়াসিম আকরামের নাম। ২০০০ সালে গড়াপেটার তদন্তকারী কমিটির সঙ্গে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে আকরামের বিরুদ্ধে। আকরাম আপাতত পিসিবির ক্রিকেট কমিটির অন্যতম সদস্য। সেই সঙ্গে তিনি পিএসএলে করাচি কিংস ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকাও পালন করছেন। - ক্রিকেট পাকিস্তান

  • সর্বশেষ
  • জনপ্রিয়