শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সময়ের সঙ্গে সঙ্গে করোনা প্রতিরোধী অ্যান্টিবডির ক্ষমতা হ্রাস পায়, দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার রয়েছে বিকল্প ব্যবস্থা: গবেষণা

সাকিবুল আলম: [২] যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ৬১ ব্যক্তিকে এম-আরএনএ ভ্যাকসিন প্রয়োগের পর ৬ মাস পর্যবেক্ষণে রেখে এ তথ্য জানিয়েছেন। গবেষক দলটি দেখেছে, ভ্যাকসিন প্রাপ্ত ব্যক্তিদের দেহে অ্যন্টিবডি ক্রমশ হ্রাস পেয়েছে। এনডিটিভি

[৩] গবেষণা থেকে দেখা যায়,অ্যান্টিবডির পরিমাণ হ্রাস পেলেও সময়ের সঙ্গে সঙ্গে ভ্যাকসিন প্রয়োগকৃত ব্যক্তিদের দেহে বি এবং টি কোষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই কোষগুলো ধীরে ধীরে মানবদেহে গুরুতর অসুখের বিরুদ্ধে টেকসই রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। একে মানব দেহের ব্যাকআপ প্ল্যান বলে অভিহিত করেছেন বিজ্ঞানীরা।

[৪] গবেষণাটি আরও জানিয়েছে, কোভিডের তৃতীয় ডোজ মানব দেহে অ্যন্টিবডি বৃদ্ধির নিশ্চয়তা প্রদান করে। অ্যান্টিবডির পরিমাণ ধীরে ধীরে হ্রাস পেলেও মেমোরি বি কোষ নতুন করে দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।

[৫] অধিক সংক্রামক করোনার ডেল্টা ধরনটির বিরুদ্ধে ভ্যাকসিন তুলনামূলকভাবে কম কার্যকর বলে জানা যায়। তাই স্বাস্থ্য কর্তৃপক্ষ শরীরে অ্যান্টিবডির মাত্রা বৃদ্ধি করার জন্য বুস্টার ডোজ প্রয়োগের নির্দেশনা দিয়ে আসছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়