শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাত্র ১৬ বলেই ম্যাচ জিতে নিলো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] মাত্র ১৬ বলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল আয়ারল্যান্ড। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয়ান অঞ্চলের কোয়ালিফায়ার ম্যাচে এমনই অবাক করার মতো ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব।

[৩] ফ্রান্সের বিপক্ষে ম্যাচে টস জিতে ফ্রান্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ১৬.১ ওভার ফরাসি দল মাত্র ২৪ রানে অল-আউট হয়ে যায়। যার মধ্যে ১৩ রান আসে অতিরিক্ত হিসেবে। আর দলের ১১ জন ব্যাটারের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ০, ১, ৩, ০, ০, ১, ২, ৩, ১, ০, ০*। যা কিনা বাংলাদেশের মেবাইল নম্বর মনে করে অনেকে ভুল করতে পারে।
[৪] ফ্রান্সের হয়ে জেনিফার কিং ৩৪ বলে ৩ রান করেন। এছাড়া ১২ বলে ৩ রানের যোগদান রাখেন ট্রেসি রডরিগেজ।

[৫] আয়ারল্যান্ডের ৬ জন বোলারই পালা করে উইকেট তোলেন। দু’জন নিয়েছেন ২টি করে উইকেট। চারজন দখল করেন ১টি করে উইকেট। ফ্রান্সের দু’জন ব্যাটার রান-আউট হন।

[৬] জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২.৪ ওভারে, অর্থাৎ ১৬ বলে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ২৫ রান তুলে নেয়। লুইজ লিটল ১২ রানে অপরাজিত থাকেন। ৭ বলের ইনিংসে তিনি ১টি চার মারেন। এটিই ছিল ম্যাচের একমাত্র বাউন্ডারি। ম্যাচের সেরা হয়েছেন আয়ারল্যান্ডের রিচার্ডসন, যিনি কোনও রান খরচ না করে ২টি উইকেট নিয়েছেন। ক্রিকবাজ, ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়