শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেইসবুকে ইংরেজিতে স্ট্যাটাস দিলেন শাকিব খান, ওমর সানী বললেন ‘লেখা তো তোর না’

ইমরুল শাহেদ: সময়ের আলোচিত এবং একমাত্র চাহিদাসম্পন্ন তারকা শাকিব খান ইংরেজীতে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি এই রকম: ‘অলওয়েজ রিমেম্বার দ্যাট ইউর প্রেসেন্ট ডেস্টিনেশন ইজ নট ইউর ফাইনার ডেস্টিনেশন। দি বেস্ট ই্জ ইয়েট টু কাম, বি প্যাশেন্ট।’ সেই পোস্টের নিচে মন্তব্যের ঘরে আরেক সিনিয়র অভিনেতা ওমর সানি লিখেছেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে, ভাই ভালো থাকিস।’ মন্তব্যটি শাকিব খানের জন্য নি:সন্দেহে অপমান ও অসম্মানজনক।

তা নিয়ে শাকিব ভক্তরা ক্ষেপে যান এবং তারা ওমর সানিকে তুলাধুনো করে মন্তব্য করেছেন। প্রশ্ন হচ্ছে ওমর সানি ‘কে লিখেছে’ প্রশ্ন তুললেও তিনি বলেননি কে লিখেছে। প্রকৃত পক্ষে এই কোটেশনটি হলো মার্কিন লেখক হিলারি হিল্টন ‘জিগ’ জিগারের। সেই কোটেশনের সঙ্গে শাকিব খান যুক্ত করেছেন দুটি শব্দ ‘বি প্যাশেন্ট’। প্রশ্ন হচ্ছে, এই কোটেশনটি শাকিব খানই প্রথম ব্যবহার করেননি। দীর্ঘদিন থেকেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সমস্যা হলো সব দেশেই তারকাদের কিছু অন্ধ ভক্ত থাকে।

সেখান থেকেই ‘তারকা সংস্কৃতির’ পাশাপাশি গড়ে উঠেছে ‘ভক্ত সংস্কৃতি’। শাকিব খানকে কেন্দ্র করেও সে রকম একটা ভক্তকুল গড়ে উঠেছে। তারা পান থেকে চুন খসলেই সমস্বরে চিৎকার করে উঠেন। তারই শিকার হয়েছেন ওমর সানি। এছাড়া জুনিয়র লেখার বিষয়ে মন্তব্যের ক্ষেত্রে সিনিয়রদেরও সংযত হওয়া প্রয়োজন। শাকিব খানের স্ট্যাটাসটি সেই শনাক্তিই বহন করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়