শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ১০:৪৩ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিডিয়া বি’ বা সি’ দল ভাবে, এসেছে নিউজিল্যান্ড জাতীয় দল, বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক: [২] নিউজিল্যান্ড সিরিজ ঘিরে একটি কথা শোনা যাচ্ছে যে, কিউইরা যাদের পাঠিয়েছে তারা তাদের বি’ টিমও না, অন্য একটা টিম। এমন মন্তব্যের জবাবে একটি ভার্চুয়াল আলাপচারিতায় সাকিব আল হাসান বলেন, হয়তো বাংলাদেশের মানুষ ও মিডিয়াই কেবল এভাবে বি’ দল সি’ দল নিয়ে ভাবে। কারণ, এসেছে নিউজিল্যান্ড জাতীয় দল। সেভাবেই দলটিকে শ্রদ্ধা ও তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত।

[৩] ক্রিকেট খেলাটা এতো সহজ না। আর কিউইদের হারানোও খুব সহজ হবে না। বললেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় সাকিব আরও বলেন, করোনার সময়ে নিজের প্রতি বিশ্বাস রাখাটা খেলোয়াড়দের জন্য অনেক জরুরি।

[৪] তিনি আরও বলেন, করোনার সময়টায় নিজেকে এর সাথে মানিয়ে নিতে হবে। কীভাবে মানিয়ে নেয়া যায় তার উপায়গুলো বের করাটাই জরুরি কাজ। দলে তরুণ খেলোয়াড়দের অবদান নিয়ে সাকিব বলেন, দলে যেমন বেশি ম্যাচ খেলা প্লেয়ার থাকে, তেমনি কম ম্যাচ খেলা প্লেয়ারও থাকে।

[৫] তারা দলে আছে কারণ দলে থাকার যোগ্যতা তাদের আছে। এখন অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দলটি বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। সবাই অবদান রাখছে বলেই ফলাফল আসছে বাংলাদেশের অনুকূলে। আমি আশা করবো, সবার অবদান রাখার এই ধারা বিশ্বকাপেও অব্যাহত থাকবে।

[৬] টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে কোন পর্যায়ে দেখতে চান তিনি, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আগে কোয়ালিফাই করতে হবে আমাদের। সেটা ভালোভাবেই করা উচিত। তাছাড়া টি-টোয়েন্টিতে কোনো বড়-ছোট দল নেই। সবারই সম্ভাবনা সমান। ভুলের সুযোগ নেই এই ফরম্যাটে। কারণ ভুল করলে তা শুধরানোর সময় পাওয়া যায় না এই ক্রিকেটে। তাই চেষ্টা থাকবে, ভুল না করার। অব্যাহতভাবে ভালো ক্রিকেট খেলে যাওয়াটাই লক্ষ্য আমাদের। - যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়