শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০২:০৭ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাজা নিজাম উদ্দিন: লাখ লাখ গ্রাহকের টাকার কোনো হিসাব ই-ভ্যালি হাওয়া করে দিয়েছে

খাজা নিজাম উদ্দিন: ই-ভ্যালির পোষা দালাল আর সেলিব্রিটিদের কাছে প্রশ্নÑ এই যে লাখ লাখ মানুষকে প্রতিদিন মিথ্যার পর মিথ্যা বলে পথে বসালেন, আপনাদের বিবেকে কি একটু আঘাত করে না? এখন কিছু বলুন? চুপচাপ চোরের মতো গা ঢাকা দিয়েন না প্লিজ। আপনারা ই-কমার্সে রেভ্যুলেশন করবেন, সারা দুনিয়াকে দেখিয়ে দেবেন ইত্যাদি। তো যা দেখানোর দেখান। আগে লাখ লাখ মানুষকে পথে বসালেন, সেই টাকা ফেরত দেন। দালালি করে কতো টাকা পেয়ছে আর কতো লাখ মানুষকে পথে বসিয়েছেন? ইহকাল আর পরকালে এর জবাব আপনাদের দিতেই হবে। আর গ্রাহকদের বলবো আপনারা একতাবদ্ধ হোন। ঠিক কতো টাকা লুট করেছে, সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। যে ৩/৪ শত কোটি টাকা পাওনার কথা বলেছে, এটা বিশ্বাসযোগ্য নয়।
ই-ভ্যালির ছোট সংস্করণ ই-অরেঞ্জ ৫ মাসেই দেড় হাজার কোটি টাকা লুট করে ১ লাখ পরিবারকে পথে বসিয়েছে। আর ই-ভ্যালি মাত্র ৩/৪ শত কোটি মেরেছে গত প্রায় দুই বছরে, এটা বিশ^াসযোগ্য নয়। এসব নাটক আমরা বিশ্বাস করি না। ই-ভ্যালির গ্রাহকে প্রায় ৫০ লাখ বললেও এখন বলছে মাত্র ২ লাখ। এর উদ্দেশ্য খুবই খারাপ। তার মানে বাকি লাখ লাখ গ্রাহকের টাকার কোনো হিসাব তারা হাওয়া করে দিয়েছে। কেউ যেন পালিয়ে যেতে না পারে, কোনো পোষা দালাল যেন পালিয়ে না যেতে পারে, সেদিকে সরকারকে আর বলে লাভ নেই, আপনারা তার খেয়াল রাখুন। সরকার একাউন্ট ফ্রিজ আর আনফ্রিজের নানা সময় ক্ষেপণ করেই যাচ্ছে। দেখি দেখি করে সরকার আসলে কী দেখতেছে জানি না। আমরা জানতে চাই, দেশের লাখ লাখ পরিবারকে যারা পথে বসিয়েছে, সব দালালদের বিচার। দৃষ্টান্তমূলক বিচার চাই এই লুটপাটের ওস্তাদ আর কারিগরসহ সব দালালদের। কেউ যেন পালিয়ে যেতে না পারে। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়