শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাণ্ডারিয়ায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এস,এম রিয়াজ: [২] রোববার দুপুরে আফছানা আক্তার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। আফছানা পিরোজপুর সোহরওয়ার্দী কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলম হাওলাদারের মেয়ে।

[৩] আফছানার চাচা জামাল হাওলাদার জানান, ২০২০ সালে নয়ন নামে একটি ছেলের সাথে সম্পর্কের মাধ্যমে আফছানার বিয়ে হয়। তার সাথে বুনিবনাত না হওয়ায় ওই বছরের শেষের দিকে বিবাহ বিচ্ছেদ হয়। এর পরে উপজেলা পৌরশহরের ২ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসরত সৌদী প্রবাসী সজিবের সাথে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পারিবারিক ভাবে বিয়ের কথাবার্তা হয়। কিন্তু কিছুিদন পূর্বে এদের মধ্যে ঝগড়া হয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হতাশায় আফছানা আত্মহত্যার পথ বেচেঁ নেয়।

[৪] আফসানার ছোট ভাই আফ্রিদী জানান, গতকাল শনিবার রাতে আফছানা প্রতিদিনের ন্যায় খাবার শেষে মায়ের সাথে ঘুমিয়ে পড়ে এবং রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

[৫] এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ^াস জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। সুরাতহাল রিপোর্টের জন্য মৃতদেহ পিরোজপুরে পাঠানো হয়েছে। সুরাতহাল রিপোর্টের পেলে মৃত্যুর মূল রহস্য জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়