শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিকাংশ মার্কিনী অবসরের আগে মিলিয়ন ডলার সঞ্চয় করছে

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রের ফিডেলিটি ইনভেস্টমেন্ট এ তথ্য দিয়ে বলেছে অনেক মার্কিনী মিলিয়নের বেশি অর্থ সঞ্চয় করতে সক্ষম হচ্ছে। বোস্টন ভিত্তিক এ বিনিয়োগ কোম্পানি বলছে অন্তত ৪ লাখ ১শ এ্যাকাউন্টে সাত অঙ্কের আমানত জমা হয়েছে গত ৩০ জুন পর্যন্ত। যা গত বছরে একই সময়ের চাইতে ৬৪ শতাংশ বেশি। এক মিলিয়ন বা দশ লাখ ডলারের আমানত রয়েছে এমন এ্যাকাউন্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭৪.৫ শতাংশ। তবে এটি স্পষ্ট নয় যে এককভাবে কতজন মিলিয়ন ডলারের এ্যাকাউন্টের অধিকারী রয়েছেন। তবে এতে বিস্ময়ের কিছু নেই। শেয়ারবাজারে মূল্যস্ফীতি ঘটছে। গত সপ্তাহে এসএন্ডপি ৫০০ এসপিএক্স শেয়ার সূচক শূন্য দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা গত বছর মার্চে কোভিড মহামারির পর প্রায় দ্বিগুণের কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে। তার মানে যারা শেয়ারবাজারে বিনিয়োগ করছেন তারা তাদের মূলধন স্ফীতি ঘটাতে সমর্থ হচ্ছেন এক বছরেই। মার্কেট ওয়াচ

গত এক বছরের তথ্য বিশ্লেষণ করে ফিডেলিটি বলছে গত এক বছরে কোভিড মহামারির মধ্যেই বিনিয়োগকারী তার মূলধনকে দ্বিগুণ করতে পেরেছে কি না তা যাচাই করা সম্ভব হয়নি। তবে এধরনের বিনিয়োগকারীর সংখ্যা কম বলেই মনে হয়। উঁচু অঙ্কের বেতন পান এমন পোর্টফোলিও ম্যানেজারদের কথা ভিন্ন। গত এক বছরে সর্বশেষ গত জুন পর্যন্ত এসএন্ডপি ৫০০ শেয়ার বাজারের মূলধন বৃদ্ধি পেয়েছে ৩৯ শতাংশ। মার্কিন বিনিয়োগকারীরা একই সঙ্গে স্টক ছাড়াও বন্ড, কমোডিটি, রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতে তাদের বিনিয়োগ বৈচিত্রভাবেই করছে। অধিকাংশ বিনিয়োগকারীরা রাতে ভালভাবেই ঘুমাতে পারছেন। কারণ তাদের বিনিয়োগের রিটার্ন ভালভাবেই হচ্ছে। ইয়ারডেনি গবেষণায় পাওয়া তথ্যে বলছেন মার্কিন বিনিয়োগকারীরা এখন তাদের বিনিয়োগের বৈচিত্রের ধরণ নিয়ে অনেক বেশি ভাবছেন। স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদি বিনিয়োগ ছাড়াও যুক্তরাষ্ট্রের বাইরে আন্তর্জাতিক বিনিয়োগের দিকে তাদের ঝোঁক সহজেই বাড়ছে। ইউরোপ, এশিয়া, ল্যাতিন আমেরিকা ও আফ্রিকাতেও বিনিয়োগের সুযোগ সন্ধান করছেন তারা। সরকারি বন্ড ছাড়াও করোপরেট বিনিয়োগের দিকেও তারা ঝুঁকছেন।

এছাড়া বেশিরভাগ মার্কিন বিনিয়োগকারী তাদের পোর্টফোলিওকে পুনরায় ভারসাম্যের মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন। কারণ বিজ্ঞ বিনিয়োগকারীদের সবসময় একটি পরিকল্পনা রয়েছে এবং তাদের ৭০ শতাংশ বিনিয়োগই হচ্ছে স্টক মার্কেটে। শেয়ারবাজার যেহেতু ভাল করতে শুরু করেছে সেহেতু বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাচ্ছেন। কিন্তু এতকিছুর পরও এখনো ৫০ লাখের বেশি মার্কিন নাগরিক এখনো কাজের বাইরে রয়েছেন। আমেরিকান রিটায়ারমেন্ট এ্যাসোসিয়েশেনের এক পরিসংখ্যান বলছে ২৮ মিলিয়ন বা ২ কোটি ৮০ লাখ পূর্ণকালীন ও ২৩ মিলিয়ন বা ২ কোটি ৩০ লাখ খন্ডকালীন কাজের সঙ্গে যারা জড়িত তারা অবসরে জন্যে সঞ্চয় থেকে অনেক পিছনে পড়ে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়