শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৯:০৭ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ফ্লাইওভার কেন্দ্রীক ছিনতাই ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ ছিনতাই ও ডাকাত দলের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা ফ্লাইওভার কেন্দ্রিক ছিনতাই ও ডাকাতি করে।

[৩] শনিবার (২৮ আগস্ট) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হৃদয় হোসেন (১৯), শহিদুল ইসলাম মনা (২২), চাঁন মিয়া (২১), মো. হাসান(১৯), মো. আরিফ(১৯), আনিচ(১৯) ও মো. মহসিন উদ্দিন প্রকাশ টুকু(৩০)।

[৫] ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃতরা মূলত ফ্লাইওভার কেন্দ্রিক ছিনতাই ও ডাকাতি করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওয়াসা জমিয়াতুল ফালাহ মসজিদের দক্ষিণ পার্শ্বের মাঠ সংলগ্ন পরিত্যক্ত পাকা ঘর থেকে ৬ জনকে আটক করা হয়। এ সময় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এলজি ও ডাকাতির কাজে ব্যবহার করে এমন বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে দামপাড়া মসজিদ গলি থেকে মো. মহসিন উদ্দিন প্রকাশ টুকু নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

[৬] জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, বহদ্দারহাট হতে লালখানবাজার ফ্লাইওভারের বিভিন্ন স্থানে সুযোগ বুঝে পথচারীদের থেকে ছিনতাই ও ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে থানায় ২ টি মামলা দায়ের করা হয়েছে।

[৭] গ্রেপ্তারকৃত কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান ওসি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়