শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৩:২৪ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৬৯২ কোটি টাকা

নিউজ ডেস্ক: পুঁজিবাজারে সূচক বেড়ে প্রায় প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করার পাশাপাশি লেনদেনও গতিশীল রয়েছে। আগের রেকর্ড হওয়া বাজার মূলধন ও মূল্যসূচক গেল সপ্তাহে আরও উচ্চতায় পৌঁছেছে। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে দেশের দুই পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৬৯২ কোটি ৫০ লাখ টাকা। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্য মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসই’র বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৯ হাজার ৭২১ কোটি ৬২ লাখ ৪ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৫০৯ কোটি ১৫ লাখ ৪২ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৭৮৭ কোটি ৫৩ লাখ টাকা বা ১.৪২ শতাংশ। ওদিকে আগের দুই সপ্তাহে বাজার মূলধন বাড়ে ১৫ কোটি ৩১৭ কোটি টাকা।

এই হিসাবে টানা তিন সপ্তাহের উত্থানে বাজার মূলধন বাড়লো ২৩ হাজার ১০৫ কোটি টাকা। এর মাধ্যমে ডিএসই’র বাজার মূলধন এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৬ হাজার ৭৬০ কোটি ৯১ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৬৬৫ কোটি ৮৮ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৯০৪ কোটি ৯৭ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জ মিলে অর্থাৎ পুরো পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৬৯২ কোটি ৫০ লাখ টাকা।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৪২ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১০ হাজার ৩১১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২ হাজার ৭৩০ কোটি ৫৮ লাখ ২৯ হাজার টাকা বা ২৬.৯০ শতাংশ। অপরদিকে সিএসইতে গেল সপ্তাহে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৪০ লাখ টাকা। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৪০৭ কোটি ৩৩ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে।

গত এক সপ্তাহে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৯০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ২১৮টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার ও ইউনিট দর।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো’র শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬১৫ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকা, যা মোট লেনদেনের ৪.৭২ শতাংশ। দ্বিতীয় স্থানে ছিল লংকাবাংলা ফাইন্যান্স। আর তৃতীয় স্থানে ছিল পাওয়ার গ্রিড। এ ছাড়া লেনদেনে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইএফআইসি ব্যাংক, শাহজীবাজার পাওয়ার, ম্যাক্সসন স্পিনিং, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

এদিকে গত সপ্তাহে সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩০ পয়েন্টে। সিএসই’র অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১২৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৪৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৮৮ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে গত সপ্তাহে ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৯৩টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার ও ইউনিট দর।সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়