শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিপ সংকটে ব্রিটেনে গাড়ি উৎপাদন ব্যাপক হ্রাস

রাশিদ রিয়াজ : কোভিড মহামারির তাণ্ডবে চিপ থেকে শুরু করে সেমিকন্ডাক্টর ও লোকবল সংকট সৃষ্টি হওয়ার পর ব্রিটেনে ১৯৫৬ সালের পর এবার গাড়ি উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গত ৬৫ বছরের মধ্যে দেশটিতে গাড়ি উৎপাদন জুলাইতে এত হ্রাস পায়। ব্রিটেনের সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স এন্ড ট্রেডার্স বলেছে বছরে পর বছর ধরে গাড়ি উৎপাদন হ্রাস পেয়ে তা দাঁড়িয়েছে ৩৭.৬ শতাংশে। গাড়ি তৈরি কোম্পানির লোকবলের অনেকে কোভিডে আক্রান্ত হয়ে পড়ার কারণে নির্দিষ্ট সময়ের জন্যে সেল্ফ আইসোলেশনে থাকেন এবং এদের সংখ্যা ক্রমশঃ বৃদ্ধি পাওয়ায় শিল্পটির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। একই সঙ্গে বিশ^ বাজারে গাড়ি বিক্রি হ্রাস পায়। ব্রিটেনে অন্তত ৮ হাজার ২৩৩টি গাড়ি আগের বছরের চাইতে কম উৎপাদন হয়েছে। উৎপাদন হয়েছে ৫৩ হাজার ৪৩৮টি গাড়ি। রপ্তানিযোগ্য গাড়ির ৮৪.৬ শতাংশই তৈরি হয় ব্রিটেনে। আরটি

সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স এন্ড ট্রেডার্সের প্রধান নির্বাহি মাইক হাওয়েস বলেন গাড়ি উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় উৎপাদকদের অব্যাহতভাবে জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। ব্রিটেনের পাশাপাশি ফ্রান্সের গাড়ি উৎপাদকরাও একই সমস্যায় পড়েছেন। মাইক বর্তমানে বিদ্যমান সহায়ক কোভিড ব্যবস্থা অব্যাহত রাখার পাশাপাশি শুল্ক হ্রাসের মাধ্যমে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখার আহবান জানান। ব্রিটিশ অর্থনীতিতে গাড়ি উৎপাদন একটি উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে। বছরে এ খাত থেকে টার্নওভার হচ্ছে ৭৮.৯ বিলিয়ন পাউন্ড বা ১০৮ বিলিয়ন ডলার। ব্রিটেনে এ শিল্পে কাজ করছে ১ লাখ ৮০ হাজার মানুষ। অন্তত ৭০টি মডেলের গাড়ি উৎপাদন হচ্ছে ব্রিটেনে।

শুধু ব্রিটেনে নয় বিশ্বের যেসব দেশে গাড়ি উৎপাদন হয় সেসব দেশে একই সংকটাবস্থা বিরাজ করছে। গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছর জুলাইতে বিশ্বের গাড়ি বিক্রি কমেছে ৬.৩ শতাংশ। যুক্তরাষ্ট্রের মিশিগানে এলএমসি অটোমেটিভ বিশ্বের গাড়ি শিল্পের ওপর পর্যবেক্ষণ করে থাকে। এলএমসি বলছে অবশ্য চলতি বছরের প্রথম ৬ মাসে বিশ্বে হালকা গাড়ি বিক্রি বৃদ্ধি পেয়েছে ২২ শতাংশ। গত জুলাই মাস পর্যন্ত এধরনের গাড়ি বিক্রি হয়েছে ৬ হাজার ৪৬৩ মিলিয়ন ইউনিট। গত বছরের তুলনায় এ গাড়ি বিক্রি হ্রাস পেয়েছে ৬ শতাংশের বেশি। গত বছর গাড়ি বিক্রি হয়েছিল ৬ হাজার ৮৯৯ মিলিয়ন ইউনিট। এলএমসি আরো বলছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে চিপ ও সেমিকন্ডাক্টর সংকটে গাড়ি শিল্পগুলোর একই অবস্থা। বিশেষত ডেল্টা ভ্যারিয়েন্টের ফের বিস্তার ঘটায় সার্বিক পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। তবে গত জুলাইতে চীন ১ হাজার ৮৪২ মিলিয়ন গাড়ি বিক্রি করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ কম। চীনের জিএসি মোটর, গ্রেট ওয়াল ও চ্যানগান অবশ্য গাড়ি বিক্রি বেশ ভালই করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি গত জুলাই নাগাদ বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় ৩.২ শতাংশ। যা সংখ্যায় ১ হাজার ২৭৮ মিলিয়ন ইউনিট। গাড়ি বিক্রি বেড়েছে ফ্রান্সে ১০ শতাংশ। এ তথ্য দিয়েছে ফ্রেঞ্চ এ্যাসোসিয়েশন অব কারমেকারস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়