শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অবনতি

সৌরভ ঘোষ: [২] অতিবৃষ্টি আর পাহাড়ী ঢল নেমে আসায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

[৩] শনিবার (২৮আগষ্ট) ধরলার পানি বিপদ সীমার ৩১ সে.মি ও ব্রক্ষপুত্র নদের পানি বিপদ সীমার ১৮ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা, দুধকুমোর ও নদ-নদীর পানি বিপদ সীমার সমান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

[৪] ফলে দুই শতাধিক চর ও দ্বীপচরে প্রায় ৫০হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।

[৫] সদর উপজেলার হলোখানা, যাত্রাপুর, পাঁচগাছি, ভোগডাঙা ও ঘোগাদহ ইউনিয়নের ২০টি গ্রামে বন্যার পানি ঢুকেছে। এসব এলাকার ৮০ ভাগ আমন ক্ষেত এখন পানির নিচে। ডুবে গেছে গ্রামীণ সড়ক। সদর উপজেলার হলোখানা ইউনিয়নের রাঙামাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে রাঙামাটি, কাগজীপাড়া, হলোখানা, বড়লই, সারডোবসহ ১০টি গ্রামের কয়েকশ হেক্টর জমির আমন ক্ষেত তলিয়ে গেছে।

[৬] বন্যার পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন চর ও দ্বীপচর গুলোর গ্রামীন সড়ক পানির নীচে তলিয়ে গেছে। মানুষজন নৌকা ও ভেলায় যাতায়াত করছে। এ সব এলাকার প্রায় ৭ হাজার হেক্টর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে আছে। এতে ধান ক্ষেত গুলি নষ্ট হবার উপক্রম হয়েছে। বন্যা কবলিত এলাকার শ্রম জীবি মানুষরা কাজে যেতে না পেরে দুর্ভোগে পড়েছে।

[৭] কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি ২৬.৮১ সে.মি, ব্রক্ষপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ২৩.৮৮ সে.মি, তিস্তা নদীর পানি ২৯.১০ সেন্টিমিটার, আর ব্রক্ষপুত্র নুুনখাওয়া পয়েন্টে ২৬.১০ সে.মি দিয়ে প্রবাহিত হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়