শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০২:৩২ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জায়েদুল আহসান পিন্টু: যে কারণে দুদকের জালে আমলাদের দুর্নীতি ধরা পড়ে না

জায়েদুল আহসান পিন্টু: [১] কার্যত দুর্নীতি দমন কমিশন প্রশাসন ক্যাডারেরই এক্সটেনশন হতে চলেছে। [২] দুদকের বিদ্যমান সাংগঠনিক কাঠামো বিশ্লেষণ করলে এই চিত্র স্পস্ট হয়ে উঠে। [৩] বর্তমান কমিশনের চেয়ারম্যানসহ তিনজন কমিশনারের মধ্যে দুজনই সাবেক সচিব। তারা দীর্ঘদিন প্রশাসন ক্যাডারে ছিলেন। [৪] দুদকের একজন সচিব আছেন। তিনিও প্রশাসন ক্যাডারের। [৫] কমিশনের ৮টি মহাপরিচালক পদের ৬ জনই প্রশাসন ক্যাডার থেকে ডেপুটেশনে দুদকে যোগ দিয়েছেন। একজন জুডিশিয়াল সার্ভিসের। অপর একজনের পদ শূন্য। অর্থাৎ দুদকে মহাপরিচালক পদে তাদের নিজস্ব কেউই নেই। [৬] দুদকে পরিচালকের পদ আছে ৩১টি। তাদের মধ্যে ১০টি পদে প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে দুদকে এসেছেন। একজন পুলিশ ক্যাডারের। ১৫ জন দুদকের নিজস্ব। [৭] স্বশাসিত সংস্থা হিসেবে দুদক দরকারমতো জনবল নিয়োগ করতে পারে। [৮] নিয়মটা হলো নিয়োগ হবে সরাসরি, পদোন্নতি, প্রেষণে বদলি ও চুক্তিভিত্তিক। [৯] দেখা যাচ্ছে নীতি নির্ধারণী পদগুলোতে দুদক নিজস্ব কর্মকর্তাদের প্রাধান্য না দিয়ে প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে নিয়োগ দিচ্ছে। [১০] সমস্যাটা হচ্ছে প্রশাসন ক্যাডারের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়লে সেটা তারা ঠিকমতো আমলে নিচ্ছেন না। [১১] সরকারের রাজনৈতিক ইচ্ছা-অনিচ্ছার বাইরেও প্রশাসন ক্যাডার দুর্নীতি দমনে বাধা কিনা সেটাও ভেবে দেখা দরকার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়