শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পদ্মা সেতু প্রকল্পের ৯ কর্মী আটক

খালিদ আহমেদ :[২] মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। এনটিভি

[৩] নিহতের নাম জুলহাস হাওলাদার (৩৫)। পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা ও শ্রমিকের কাজে নিয়োজিত কর্মীরা ওই যুবককে পেটায়।

[৪] খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে যুবককে উদ্ধার করে। পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] নিহত জুলহাস উপজেলার কুমারভোগ পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রের হাসান হাওলাদারের ছেলে। তিনি একজন অটোরিকশা চালক। বিজনেস ষ্ট্যান্ডার্ড

[৬] আটকরা হচ্ছেন- পদ্মা সেতুর নিরাপত্তা কর্মী ও শ্রমিক সেলিম, রাব্বি, তপু, আল-আমিন, আরিফ, আব্দুল মান্নান, ইস্রাফিল, রুবেল ও সুশান্ত।

[৭] লৗহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, নিজ বাড়ির অদূরে মাওয়া চৌরাস্তার পদ্মা সেতু প্রকল্পের ভেতর গেলে জুলহাসকে চোর সন্দেহে আটক করে নিরাপত্তা কর্মী ও শ্রমিকরা। দেশরূপান্তর

[৮] তিনি বলেন, এ সময় ১০-১২ জন মিলে ওই যুবককে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটায়। খবর পেয়ে স্বজনরা যুবককে উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৯] শ্রীনগর-লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, পদ্মা সেতুর এফ ফোর পিলারের নিচে যুবককে পেটায় নিরাপত্তা কর্মীরা। এতে ওই যুবকের মৃত্যু হয়।

[১০] তিনি বলেন, ঘটনা জানার পরপরই অভিযানে নামে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পদ্মা সেতুর নিরাপত্তা ও শ্রমিকের কাজে নিয়োজিত নয় কর্মীকে আটক করতে সক্ষম হন তারা।

[১১] নিহত যুবকের বোন শাহানা বলেন, ‘আমার ভাই পদ্মা সেতুর প্রকল্পের ভেতর কীভাবে গেল তা জানি না। আমরা খবর পেয়ে সেখানে ছুটে যাই। গিয়ে দেখি হাত-পা বাঁধা অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে। এর আগে তাকে রড দিয়ে পেটানো হয়েছে।’

[১২] তিনি বলেন, ‘পদ্মা সেতুর নিরাপত্তা কর্মীরা আমাদের বলেন- আমার ভাই নাকি চুরি করেছে। পরে আমরা ভাইকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ সময় সেখানকার ডাক্তার আমার ভাই মারা গেছেন বলে জানান।’

[১৩] শাহানা আরও বলেন, ‘আমার ভাই চোর না, অটোরিকশা চালায়। আর চুরি করলেই কি পিটিয়ে হত্যা করতে হবে!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়