শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০২:৫৩ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঐক্যের সুর, তিনজনকে দেখা যাবে এক মঞ্চে

আবদুল করিম: [২] লোহাগাড়ায় আসছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

[৩] আগামী সোমবার (৩০ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলার আলহাজ্ব মােস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস” উপলক্ষে আয়োজিত  আলোচনা সভায় যোগ দিবেন এই দুই নেতা। একইসাথে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

[৪] বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ।

[৫] দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ মিটিয়ে এই প্রথম ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে ঘিরে “ঐক্যের সুর”। তাদের তিনজনকে দেখা যাবে এক মঞ্চে। এ কারণে দলীয় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ।

[৬] দলীয় সূত্রে জানা যায়, আমিন-নদভী’র দ্বন্দ্বের কারণে লোহাগাড়া উপজেলায় পৃথকভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হত। যার কারণে বিভক্তি তৈরি হয় তৃণমূল পর্যায়ে।

[৭] প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিত্র প্রয়াত মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন’র মৃত্যুর পর নদভী-বিপ্লবের রসায়নের ঘাটতি দেখা যায়। পরবর্তীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে ঘিরে তাদের কোন্দল প্রকাশ্যে আসে।

[৮] গেল বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার গণভবনস্থ বাসায় যান চট্টগ্রাম -১৫ আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। তাদের মধ্যে চলে দীর্ঘ সৌহার্দপূর্ণ আলাপচারিতা। দলীয় একটি সুত্র এমনটাই জানান।

[৯] তবে এর আগে সাতকানিয়া-লোহাগাড়ায় স্থানীয় আওয়ামী লীগের গ্রুপিং কোন্দল নিরসনে বৈঠক করে আওয়ামী লীগের হাইকমান্ড। চলে পক্ষে-বিপক্ষে পাল্টা-পাল্টি অভিযোগ। দীর্ঘ আলোচনা শেষে সমঝোতায় পৌঁছায় তারা। এর কয়েক মাস পার হলেও তাদের নেতা-কর্মীরা আলাদা প্রোগ্রাম করে পূর্বের পথে চলছিল।

[১০] আগামী সোমবারে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে ঘিরে “ঐক্যের সুর” দেখা যাচ্ছে। তাদের তিনজনকে দেখা যাবে এক মঞ্চে এমনটাই জানিয়েছে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়