শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০২:১৯ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক ব্যবসায় বাধাঁ দেওয়ার প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

রুবেল মজুমদার: [২] কুমিল্লার নগরীর ১৫ নং ওয়ার্ডের বজ্রপুর এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ী মেরাজের ছুরিকাঘাতে প্রাণ গেল মিথুন ভূইয়ার (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর। শুক্রবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মিথুন ভূইয়ার মৃত্যু হয়।

[৩] দুপুরে পুলিশের অভিযানে মিথুন হত্যা মামলার মূল আসামি মেরাজ এবং শরিফুল ইসলাম রাসেলকে অাটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ। এ সময় মেরাজের ঘর থেকে একটি ছোরা উদ্ধার করেছে।

[৪] নিহত মিথুন লিটন মিয়ার ছেলে। ঘাতক মেরাজ একই এলাকার রাহিম মিয়ার ছেলে।

[৫] স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় মাদক ব্যবসায় বাধাঁ দেওয়ার অজুহাতে চেয়ারম্যান গলির সামনে মিথুন ভূইয়ার বুকে ছুরিকাঘাত করা হয়। মিথুন ভূইয়া দুই হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও হাতও কেটে রক্তাক্ত হয়। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

[৬] ওই দিন রাতে তাকে ঢাকায় নেওয়া হয়। গতকাল রাতে তাকে আবার কুমিল্লায় আনা হয়। পরে রাতে তার অবস্থার আবার অবনতি হলে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হয়। আজ ভোরে পুনরায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

[৭] এ বিষয় কোতয়ালী থানার ওসি আনোয়ারুল আজিম জানান, দুইজনকে অাটক করা হয়েছে, বাকীদের অাসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়