শিরোনাম
◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৮:২৩ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে আ,লীগের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ১৪৪ ধারা জারি

ওমর ফয়সাল: [২] একই স্থানে আ'লীগ-ছাত্রলীগের পাল্টাপাল্টি অনুষ্ঠান আয়োজন করায় ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

[৩] শুক্রবার (২৭ আগস্ট) ফটিকছড়ি কলেজ অডিটোরিয়ামে একই সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুইটি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ সময়ে উক্ত এলাকার আশেপাশের ২০০ গজের মধ্যে সব ধরণের মিছিল-মিটিং, সভা-সমাবেশ নিষিদ্ধ এবং দু'জনের বেশি জমায়েতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

[৪] এ সংক্রান্তে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট সকাল ৬ টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৫] বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিনুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাইকে নির্দেশ মেনে চলার আহ্বান জানান তিনি।

[৬] জানা গেছে, শুক্রবার বিকালে ফটিকছড়ি সরকারি কলেজ অডিটোরিয়াম উপজেলা আওয়ামী লীগের (একাংশ) উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। এরমধ্যে একই সময়ে একই স্থানে বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক কর্মশালা করার ঘোষণা দিয়েছে ফটিকছড়ি কলেজ ছাত্রলীগ। এ নিয়ে বৃহস্পতিবার দিনভর উভয় পক্ষের মধ্যে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছিল। অবশেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়