শিরোনাম
◈ ঠেলাগাড়িতে বসে নীরবে ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি ◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩ ◈ ভিন্ন কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬৭৪৮ ◈ সিরিয়ায় সাব্বাদি কারাগার থেকে পালিয়ে গেছে ১৫০০ কয়েদি ◈ চানখারপুলে ৬ হত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলার রায় আজ ◈ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ আগুন

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৮:২৩ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে আ,লীগের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ১৪৪ ধারা জারি

ওমর ফয়সাল: [২] একই স্থানে আ'লীগ-ছাত্রলীগের পাল্টাপাল্টি অনুষ্ঠান আয়োজন করায় ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

[৩] শুক্রবার (২৭ আগস্ট) ফটিকছড়ি কলেজ অডিটোরিয়ামে একই সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুইটি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বিবিরহাট বাস স্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ সময়ে উক্ত এলাকার আশেপাশের ২০০ গজের মধ্যে সব ধরণের মিছিল-মিটিং, সভা-সমাবেশ নিষিদ্ধ এবং দু'জনের বেশি জমায়েতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

[৪] এ সংক্রান্তে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট সকাল ৬ টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৫] বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিনুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাইকে নির্দেশ মেনে চলার আহ্বান জানান তিনি।

[৬] জানা গেছে, শুক্রবার বিকালে ফটিকছড়ি সরকারি কলেজ অডিটোরিয়াম উপজেলা আওয়ামী লীগের (একাংশ) উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। এরমধ্যে একই সময়ে একই স্থানে বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক কর্মশালা করার ঘোষণা দিয়েছে ফটিকছড়ি কলেজ ছাত্রলীগ। এ নিয়ে বৃহস্পতিবার দিনভর উভয় পক্ষের মধ্যে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছিল। অবশেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়