শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৯:৪৩ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৯:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যানচেষ্টার সিটির সঙ্গে ২ বছরের চুক্তি রোনালদোর, ইংল্যান্ডে জোর গুঞ্জন

মিনহাজুল আবেদীন: [২] ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। ইংলিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি তার প্রতিবেদনে লিখেছেন, সিটির সঙ্গে রোনালদোর দুই বছরের চুক্তি হয়ে গেছে। মাদ্রিদভিত্তিক স্প্যানিশ দৈনিক এএসকে উদ্ধৃত করে একই খবর দিয়েছে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। যমুনা টিভি

[৩] এখন রোনালদোর দলবদল ফি কতো হতে পারে, সেটি নিয়ে জুভেন্টাসের সঙ্গে ম্যান সিটির বোঝাপড়া হয়ে গেলেই ইংলিশ ফুটবল এবারের দলবদলে সবচেয়ে বড় ঘটনাটি দেখবে। ম্যানচেস্টারেরই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তারকাখ্যাতি পাওয়া রোনালদো যোগ দিতে যাচ্ছেন ইউনাইটেডের নগরপ্রতিদ্বন্দ্বী সিটিতে!

[৪] ইনডিপেনডেন্টে নিজের কলামে ডেলানি লিখেছেন, সিটিতে সপ্তাহে ২ লাখ ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) বেতন পাবেন রোনালদো। সিটিতে তার ভূমিকা কী হবে, এ নিয়ে সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে রোনালদোর কথা হয়েছে বলেও জানাচ্ছেন ডেলানি। প্রথম আলো

[৫] রোনালদোর মুখপাত্র জর্জ মেন্দেস বুধবার রাতে তুরিন উড়ে যান। এরপর থেকেই বোঝা যাচ্ছিলো, রোনালদোর ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়তো আসতে পারে দু-একদিনের মধ্যে। রোনালদো যে জুভেন্টাস ছাড়তে চান, সে নিয়ে জোর আলোচনা তো আগে থেকেই ছিলো।

[৬] ৩৬ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডকে বিক্রি করতে জুভেন্টাসও আগ্রহী বলে লিখেছেন ডেলানি। কারণ করোনাকালে আর্থিকভাবে বেশ নড়বড়ে হয়ে পড়া জুভ রোনালদোর বেতনের ভার বইতে পারছে না। তারওপর এই মৌসুমে মাসিমিলিয়ানো আলেগ্রি জুভেন্টাসের কোচ হয়ে ফেরার পর ক্লাবটাকে নতুন করে গড়তে চাইছেন, সে লক্ষ্যে রোনালদোর বেতনের বোঝা বইতে খুব একটা আগ্রহী ছিল না জুভেন্টাস। ইতালিয়ান ক্লাবটিতে রোনালদোর চুক্তির আর বাকি আছে এক বছর।

[৭] তবে রোনালদোর জন্য জুভেন্টাসের সঙ্গে ম্যান সিটির দর কষাকষি এখন কোনো অবস্থায় দাঁড়ায়, সেটিই দেখার। সিটি রোনালদোর পেছনে কোনো অর্থ খরচে রাজি নয়, তবে জুভেন্টাস ২৫-৩০ মিলিয়ন ইউরো চায়। সে ক্ষেত্রে খেলোয়াড়ের অদলবদলও হতে পারে একটা সমাধান। গতকাল পর্যন্ত শোনা গিয়েছিলো, জুভেন্টাস রোনালদোর বদলে সিটি থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুসকে চায়, কিন্তু গার্দিওলা জেসুসকে ছাড়তে চান না। সিটির স্প্যানিশ কোচ বরং ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিং কিংবা পর্তুগাল দলে রোনালদোরই সতীর্থ বের্নার্দো সিলভাকে ছাড়তে রাজি বলে শোনা যাচ্ছে।

[৮] ডেলানি লিখেছেন, রোনালদোর মুখপাত্র মেন্ডেস পর্তুগিজ তারকার ভবিষ্যৎ গন্তব্য হিসেবে প্যারিস সেন্ট জার্মেইয়ের কথা ভেবেছিলেন। রোনালদোও আগ্রহী ছিলেন। রোনালদো সেখানে গেলে মেসি, নেইমার, রোনালদোর স্বপ্নের ত্রয়ীও দেখতে পেত ফুটবল। কিন্তু পিএসজি রোনালদোর ব্যাপারে আগ্রহী ছিলো না।

[৯] ম্যান সিটিও প্রথমে রোনালদো নয়, টটেনহামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের প্রতি আগ্রহী ছিলো। সের্হিও আগুয়েরো চলে যাওয়ার পর সিটির একজন স্ট্রাইকারও দরকার ছিলো। কিন্তু টটেনহামে চুক্তির বেড়াজালে বাঁধা পড়া কেইনকে পাওয়া সম্ভব হচ্ছে না সিটির, কেইনও গতকাল টটেনহাম ছাড়ার সংকল্পে হার মেনে নিয়েছেন। জানিয়ে দিয়েছেন তিনি টটেনহামেই থাকবেন। এরপর থেকে রোনালদোর দিকেই চোখ পড়েছে সিটির।

[১০] রোনালদো সিটিতে গেলে ম্যান ইউনাইটেডে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়ে তার যে দারুণ গল্প লেখা হয়েছিলো, সেটি একটু রঙ হারাবে নিশ্চিত। তবে ডেলানি লিখেছেন, রোনালদো এই মুহূর্তে সেসব নিয়ে ভাবছেন না। তিনি এমন একটি দলে যেতে চান, যাদের হয়ে চ্যাম্পিয়নস লিগসহ অন্য শিরোপা জেতার সম্ভাবনা বেশি থাকবে, যা পরে তার আরেকটি ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা বাড়াবে। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়