শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৮:৫৮ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় বিধবা নারীকে নির্যাতনের অভিযোগে আটক এক

তৌহিদুর রহমান : [২] জেলার সরাইলে পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে মোবাইল ফোনে বাড়িতে ডেকে নিয়ে এক বিধবা নারীকে মাথা ন্যাড়া করে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে রাশিদা বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। উপজেলার সুহিলপুরে একজনের সঙ্গে বিয়ের পর সেখানে বসবাস করছেন তিনি। অবশ্য তার স্বামী মারা গেছেন।

[৩] স্হানীয় সূএে জানা যায়, নির্যাতনের শিকার ওই নারীর (৪৫) বাড়ি বরিশালে। সে উপজেলার সুহিলপুরে একজনের সঙ্গে বিয়ের পর সেখানে বসবাস করছেন, কিন্তু তার স্বামী মারা গেছেন।

[৪] স্বামী মারা যাওয়ার পর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুলের (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই নারী। বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জানতে পারেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় বাকবিতণ্ডা হতো। গত মাসের ২৬ জুলাই ওই নারীকে মোবাইল ফোনে তার বাবার বাড়ি আসতে বলেন তানজিনা আক্তার। পরে সেখানে গেলে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই নারীকে প্রথমে কেছি দিয়ে চুল কেটে পরে ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে দেন। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখেন। বৃহস্পতিবার ফেসবুকে সেই ভিডিও ছেড়ে দেয়া হয়।

[৫] সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন বলেন, গত জুলাই মাসের ২৬ তারিখ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তানজিয়ার বোন রাশেদা বেগম (৩৫) কে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের কার্যক্রম চলছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়