শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসজির বিশেষ সম্মাননা পাওয়া ৫ ফুটবলারের মধ্যে ৩ জনই হলেন আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: [২] সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার শিরোপা জেতা পাঁচ ফুটবলারকে বিশেষ সম্মাননা দিয়েছে পিএসজি।

[৩] তারা হলেন লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস, জিয়ানলুইজি দোনারুমা ও মার্কো ভেরাত্তি।

[৪] ২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জেতার পেছনে বড় ভূমিকা ছিল মেসির।

[৫] আসরে সবচেয়ে বেশি চারটি গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আসরের সর্বোচ্চ পাঁচটি গোল। প্রত্যাশিতভাবেই আসরের গোল্ডেন বল ও গোল্ডেন বুটের পুরস্কার যায় মেসির দখলে। সম্প্রতি তিনি বার্সেলোনা ছেড়ে নাম লিখিয়েছেন পিএসজিতে।

[৬] এদিকে কোপার পুরো আসরে মেসি আলো ছড়ালেও ফাইনালের নায়ক ডি মারিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বিখ্যাত মারাকান স্টেডিয়ামের ওই ফাইনালে জয়সূচক ও একমাত্র গোলটি করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশ্য টুর্নামেন্টে নিজেকে সেভাবে মেলে ধরার সুযোগই পাননি ডি মারিয়া। বেশিরভাগ ম্যাচেই সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। তবে কয়েকটি ম্যাচে শেষের দিকে বদলি হিসেবে নেমে দুর্দান্ত খেলেছেন ডি মারিয়া।

[৭] আর পুরো আসরেই আলবিসেলেস্তেদের রক্ষণ সামলাতে দারুণ ভূমিকা রাখেন পারেদেস। তিনি যে প্রাচীর তৈরি করেছিলেন তা ভেদ করে প্রতিপক্ষ আর্জেন্টিনার ডি-বক্সে তেমন সুবিধা করতে পারেনি।

[৮] অন্যদিকে ইউরো কাপের ফাইনালে দুর্দান্ত পারফরম দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইতালি দলের গোলরক্ষক দোন্নারুমা। ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা জয়ের নায়ক ছিলেন এই তরুণ গোলরক্ষক। গোল ডট কম, মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়