শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ১২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১লা সেপ্টেম্বর থেকে স্বশরীরে পরীক্ষা নেবে নজরুল বিশ্ববিদ্যালয়

ফজলুল হক: [২]  কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আবাসিক হলসমূহ বন্ধ রেখে আগামী ১ সেপ্টেম্বর (বুধবার) থেকে স্নাতক ও স্নাতকোত্তরের সব পরীক্ষা স্বশরীরে নেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

[৩] বুধবার (২৫ আগস্ট) বিকালে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৩৬ তম জরুরী একাডেমিক কাউন্সিলের সভা থেকে এই সিদ্ধান্ত আসার কথা নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।

[৪] প্রক্টর বলেন, সভায় সর্বসম্মতিক্রমে স্বশরীরে পরীক্ষার ব্যাপারে অনুমোদন হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে স্বশরীরে পরীক্ষা শুরু হবে। বিভাগগুলো প্রথমে স্থগিত হওয়া পরীক্ষা শুরু করবে, পর্যায়ক্রমে সব পরীক্ষা নেবে। পরীক্ষার রুটিনের ব্যাপারে ইতিমধ্যে স্ব-স্ব বিভাগ কাজ শুরু করেছে। তারা চাইলে যেকোনো সময় পরীক্ষা নিতে পারবে। এছাড়াও পরীক্ষার রুটিন কমপক্ষে তিন দিন আগে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

[৫] স্বশরীরে পরীক্ষা চলাকালীন প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানান তিনি।

[৬] এর আগে, অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে স্বশরীরে পরীক্ষার দাবি তোলে শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রক্টর বলেন, আমরা দেখেছি অধিকাংশ শিক্ষার্থী স্বশরীরে পরীক্ষার পক্ষে ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়