শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ-ভারত বানিজ্য স্বার্থের জন্য একে অপরের পরিপূরক: বিজিএমইএ সভাপতি

শরীফ শাওন: [২] বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশ ও ভারত দ্বি-পাক্ষিক বানিজ্য ব্যবস্থায় সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বিশেষ করে পোশাক ও বস্ত্রখাতে দ্বি-পাক্ষিক বানিজ্য সুফল ভোগ করতে পারে।

[৩] বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিজিএমইএ অফিসে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সৌজন্য সাক্ষাতকালে ফারুক হাসান বলেন, বাংলাদেশ পোশাক শিল্পের কাঁচামাল বিশেষ করে মেশিনারিজ, কটন, ফেব্রিক্স, রাসায়নিক উপকরণ ও রং আমদানির জন্য ভারতের ওপর নির্ভর করে। অন্যদিকে, ভারত বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি সম্ভাবনাময় বাজার। ভারতের স্থানীয় বাজারের আকার বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে।

[৪] বিজিএমইএ জানায়, বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে হাই-ভ্যালুড পোশাক তৈরি এবং পণ্য উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ায় উদ্ভাবনী সক্ষমতার বিকাশে মনোযোগ দিচ্ছে। ভারতের আছে ডিজাইনার এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞদের বিশাল গোষ্ঠী। জ্ঞান ও দক্ষতা বিনিময় থেকে উভয় দেশই উপকৃত হবে।

[৫] এসময় তিনি ভারতীয় হাই কমিশনারকে সময় ও ব্যয় সাশ্রয়ের জন্য বেনাপোলসহ স্থল বন্দরগুলোর মাধ্যমে বানিজ্য সহজীকরনের অনুরোধ জানান। ব্যবসার স্বার্থে ভারতে ভ্রমণ ভিসা সহজতর করা, ফ্লাইট চালু, পোশাক ও বস্ত্রখাতে জ্ঞান ও দক্ষতা বিনিময়ে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

[৬] এ সময় বিজিএমইএ এর সহ সভাপতি মো. শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ, মো. মহিউদ্দিন রুবেল, তানভীর আহমেদ, আব্দুল্লাহ হিল রাকিব, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ ও বানিজ্যিক প্রতিনিধি ড. প্রম্যেশ বাসাল উপস্থিত ছিলেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়