শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার বছরে উন্নয়ন কর্মকাণ্ডে বিসিবির খরচ ৮৯৬ কোটি ৫৭ লাখ টাকা

মাহিন সরকার: [২] দীর্ঘ ৪ বছর পর বার্ষিক সাধারণ সভায় বসলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলমান পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয়েছে এই সভা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে এ সভায় ১২০ জন কাউন্সিলর অংশ নেন।

[৩] কাউন্সিলরদের সম্মতিক্রমে গত তিন বছরের আর্থিক বিবরণী দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০২০-২১ অর্থবছরের বাজেটও অনুমোদন করা হয়। এই চার বছরে বিসিবির কর্মকাণ্ড, সাফল্য নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) ১৬ পৃষ্ঠার প্রতিবেদন এবং প্রধান অর্থ কর্মকর্তার ৮ পৃষ্ঠার হিসাব বিবরণী পড়া হয়। গত ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ তিন অর্থবছরে বিসিবি খরচ করেছে ৬৯২ কোটি, ৮৯ লাখ, ১৮ হাজার ৪৮০ টাকা। প্রধান অর্থ কর্মকর্তার প্রতিবেদনে ২০২০-২১ অর্থবছরে খরচ হয়েছে ২০৩ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৭২৬ টাকা। এটা এজিএমে অনুমোদন করিয়ে নিয়েছে বিসিবি। সব মিলিয়ে অঙ্কটা দাঁড়িয়েছে ৮৯৬ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ২০৬ টাকা।

[৪] সভাশেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সর্বসম্মতিক্রমে আমরা সব এজেন্ডা অনুমোদন করেছি। গত চার বছরের সাফল্যগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া বিভিন্ন ভেন্যুতে অবকাঠামোগত উন্নয়ন করেছি। জাতীয় দলের পাইপলাইন তৈরি করতে কার্যকর ভূমিকা রেখেছে বর্তমান কমিটি। সব মিলিয়ে আমরা ইতিবাচক সময় পার করেছি।

[৫] বিসিবি প্রধান আরও বলেছেন, বিগত চার বছরে মাঠের সাফল্য আমাদের প্রশংসায় ভাসিয়েছে। আমাদের কার্যক্রমে সবাই খুশি। এখন ছেলেদের জাতীয় দলে অনেক খেলোয়াড়। তারা ধারাবাহিক সাফল্য পাচ্ছে। মেয়েরা এশিয়া কাপ জিতেছে। ছেলেরা ত্রিদেশীয় সিরিজ জিতেছে। তবে সব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়।

[৬] ২০০০ সালের অক্টোবরে কক্সবাজারে অনুষ্ঠিত এজিএমে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের তাগিদ দেওয়া হলেও গত ২১ বছরে তার অগ্রগতি হয়নি। তবে এবারের এজিএমে আবারও আশ্বাস দেওয়া হয়েছে, অতি দ্রুত আঞ্চলিক ক্রিকেট সংস্থা বাস্তবায়ন করা হবে। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়