শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০১:৪১ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর মিরপুরে গ্যাস পাইপ লাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ

মোস্তাফিজুর রহমান: [২] পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরে একটি ৬তলা ভবনের নিচতলায় গ্যাস লাইন লিকেজ মেরামতের সময় আগুন জ্বালিয়ে চুলা পরীক্ষা করার সময় হঠাৎ বিস্ফোরণে শিশু, নারী, মিস্ত্রি ও ভাড়াটিয়াসহ ৭ জন দগ্ধ হয়েছে। দগ্ধদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে ‌।

[৩] দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত সোয় ১১টায় মিরপুর-১১ নম্বরের সেক্টর-১১, রোড-১১, ব্লক-সি ঢাকা’র ৬তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনাটি ঘটে। আমাদের নিজ বাড়িতে এক সপ্তাহ যাবৎ গ্যাস ঠিকমত আসছিল না। ৩ দিন আগেও গ্যাস লাইন মেরামত করা হয়। আজকেও গ্যাস লাইনের সমস্যা দেখা দিলে মিস্তিরি গ্যাস লাইন ঠিক করে পরীক্ষামূলক চুলায় আগুন ধরিয়ে পরীক্ষা করার সময় হঠাৎ বিস্ফোরণে আগুন জ্বলে ৭ জন দগ্ধ হয়। পরে তাদেরকে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়।

[৪] তিনি আরো বলেন,কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন দগ্ধদের সবারই অবস্থা আশঙ্কাজনক।

[৫] দগ্ধরা হলেন, হাসপাতালে নিয়ে আসা রফিকের মা গৃহকর্তি রোওশনারা বেগম (৭০) ও রফিকের ছোট মা রিনা বেগম (৫০) দগ্ধ রিনা বেগমের ছেলে শফিকুল ইসলাম (৩৫), মিস্ত্রি সুমন (৪০), নিচতলার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫), ভবনের পাশেই পথচারী শিশু নওশীন (৫) ও শিশুর মা নাজনীন (২৫)।

[৬] ঢামেক পুলিশ ক্যাম্প পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের সবারই অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তারা গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়