শিরোনাম
◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ ◈ ফিফা আরব কাপ, স্বাগ‌তিক কাতারকে একমাত্র গোলে হারালো ফিলিস্তিন ◈ দেশে ফিরলে তারেক রহমানও কী এসএসএফ নিরাপত্তা পাবেন? ◈ সাকিব ও মোস্তাফিজ আইপিএলের নিলামের তালিকায় ◈ বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ গুমের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, অধ্যাদেশ জারি ◈ নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি চালু: গ্রাহকদের টাকা উত্তোলনের বিষয়ে যা জানা গেল ◈ জানা গেল জাতীয় নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখ, চূড়ান্ত হবে রোববার ◈ বাড়ল এলপি গ্যাসের দাম

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ১২:২৪ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী কবিরহাটে সড়ক পাকা করন দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মাহবুবুর রহমান : [২] জেলার কবিরহাট উপজেলার ৭ নং বাটাইয়া ইউনিয়নের নাছিরটেক থেকে আমেরিকা মার্কেট হয়ে হাটখোলা দরাজা পর্যন্ত যাতায়াতের জন্য সড়ক নির্মাণের দাবিতেল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

[৩] বৃহস্পতিবার এলাকাবাসীর উদ্যোগে নাছিরটেক বাজারের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

[৪] মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, এই রাস্তাগুলো সড়ক ও সেতু পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের এলাকা। আমরা সাধারণ নাগরিক হিসেবে মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন এরকম ভাঙ্গা রাস্তা গুলো দ্রুত পাকা করন করা হলে। এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার স্কুল ছাত্র-শিক্ষকসহ সবাই উপকৃত হবে। আমরা আজকের এই মানববন্ধন থেকে আশা করি মাননীয় মন্ত্রী অতি দ্রুত আমাদের দাবীকৃত এই সড়ক নির্মাণে জন্য কাজ করবেন এ জোর দাবি জানাচ্ছি।

[৫] মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আসার সময় দেখেছেন যে এলাকার রাস্তার বেহাল দেশা। করোনাকালীন এই সময়ে কোন রোগীকে স্বাভাবিকভাবে গাড়িতে করে এ রাস্তা দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না এবং মানুষের এ রাস্তায় চলাচল করতে অনেক কষ্ট হয় বিশেষ করে স্কুল শিক্ষার্থীরা এই রাস্তা চলাচলে নানা সমস্যায় পড়েন।

[৬] মানববন্ধনে বক্তব্য দেন এলাকার পশ্চিম শ্রীনদ্দী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল হুদা,হেদায়েতুল্লাহ, খোরশেদ আলম সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়