শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ১১:৫১ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ১১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় আউশের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলসহ বিভিন্ন এলাকায় এবছর আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার বিজয়নগরে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আউশের চাষ হয়। ৮৫০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত এক হাজার হেক্টর জমিতে চাষ হয়। ফলনও হয়েছে ভালো। এর মধ্যে সিঙ্গারবিল ও বিষ্ণুপুর ইউনিয়নে প্রথমবারের মতো আউশের আবাদ হয়। বিষ্ণুপুরে ৩০ হেক্টর ও সিঙ্গারবিল ইউনিয়নে ১০ হেক্টর জমিতে আউশের আবাদ হয়।

[৩] কৃষক মো. আবুল কাশেম বলেন, ফসলের ভালো দাম পাওয়া যেত না, বিভিন্ন কারণে আউশের আবাদ করতাম না। এ বছর সরকার আউশ ধান আবাদের জন্য প্রণোদনা দেওয়ায় ও কৃষি কর্মকর্তাদের অনুরোধে রাজি হই। ফলন ভালো হওয়ায় আমি বেশ খুশি। আমার ৬০ শতাংশ জমিতে আউশের আবাদ করেছি। প্রায় ২৪ মণ ধান পেয়ে আমি খুশি।

[৪] আরেক কৃষকের জসিম উদ্দিন বলেন, আউশ ধানের ফলন ভালো হয়েছে। আউশ ধানের আবাদ নিয়ে আমরা বিভ্রান্তিতে ছিলাম। এ বছর সরকারিভাবে আউশ ধানের প্রতি গুরুত্ব দিয়ে প্রণোদনা দেওয়ায় ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা উৎসাহিত করায় এ বছর আবাদ করে লাভবান হয়েছি।

[৫] উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাদিউল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমার দায়িত্ব এলাকা সিঙ্গারবিলে প্রথমবারের মতো আউশ ধানের আবাদ হয়। ফলনও বেশ ভালো হয়েছে। অনেকেই ইতিমধ্যেই ধান ঘরে তুলেছেন। আগামীতে আউশের আরো বেশি আবাদ হবে বলে আশা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়