শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৪:৫৫ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর বিভাগে করোনায় মৃত্যু ৭, নতুন শনাক্ত ১০৭ জন

আফরোজা সরকার: বিভাগে গতকাল বুধবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৮৯১ জনের নমুনা পরীক্ষা করে ৮ জেলায় একদিনে নতুন করে ১০৭ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৩ জেলায় একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে বিভাগের ঠাকুরগাঁয় ৩ জন, রংপুরে ২ জন এবং লালমনিরহাট জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩১৭ জন। এ নিয়ে বিভাগে ২ লাখ ৫০ হাজার ৩শ’ ১০ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫২ হাাজার ২শ’ ১৬ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া মোট ১ হাজার ১শ’ ৭২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৪৫ হাজার ৬শ’ ৩৫ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের একদিনে দিনাজপুরে ২৫ জন, ঠাকুরগাঁয় ২৫ জন, রংপুরে ২২ জন, নীলফামারীতে ১০ জন, কুড়িগ্রামে ৮ জন, পঞ্চগড়ে ৫ জন, লালমনিরহাটে ৫ জন এবং গাইবান্ধায় জেলায় ৭ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগে করোনা সংক্রমনের হার গত ২৪ ঘন্টায় ১২ দশমিক শূন্য ১ শতাংশ এবং এ পর্যন্ত ২০ দশমিক ৮৬ শতাংশ, মৃত্যুর হার ২ দশমিক ২৪ শতাংশ এবং সুস্থতার হার ৮৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের বুড়িমারী স্থল বন্দর দিয়ে ৩৪ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ পর্যন্ত ভারত থেকে মোট ৪৯ হাজার ২৪১ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৪ হাজার ১২ জন আক্রান্ত ও ৩১৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১১ হাজার ৮শ’ ৪৬ জন আক্রান্ত ও ২৭৪ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও জেলায় ৭ হাজার ৭৫ জন আক্রান্ত ও ২৩৫ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৫শ’ ৩৪ জন আক্রান্ত ও ৬১ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৪ হাজার ২শ’ ৭৫ জন অক্রান্ত ও ৮৫ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৪শ’ ৪৬ জন আক্রান্ত ও ৬৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৬শ’ ১০ জন আক্রান্ত ও ৬২ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ৪শ’ জন ১৯ আক্রান্ত এবং ৭৪ জনের মৃত্যু হয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়