শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরল স্বাস্থ্যগত ত্রুটির কারণে কমলা হ্যারিসের ভিয়েতনাম ফ্লাইটে বিলম্ব

সুমাইয়া ঐশী: [২] মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সম্ভাব্য ‘হাভানা সিনড্রম’ এর কারণে ভিয়েতনাম সফরের ফ্লাইট বেশ কয়েক ঘণ্টা দেরিতে ছাড়া হয় বলে জানানো হয়েছে। রহস্যময় এই সিনড্রম ২০১৬ এবং ২০১৭ সালে হাভানায় অবস্থিত যুক্তরাষ্ট্র এবং কানাডার দূতাবাসে প্রথম শনাক্ত হয়। এর প্রাথমিক লক্ষণ হলো কানে ঝনঝন আওয়াজ শোনা, বমি বমি ভাব এবং মারাত্মক মাথা ব্যাথা। বিবিসি

[৩] এখন পর্যন্ত এই সিনড্রম নিয়ে যতটুকু জানা গেছে তার ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন, হয়তো মাইক্রোওয়েভ রেডিয়েশনের কারণে এই সিনড্রমে আক্রান্ত হচ্ছে মানুষ। ভিয়েতনাম সফরের আগে কমলা হ্যারিস সিঙ্গাপুরে ছিলেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই হাভানা সিনড্রমের শিকার হতে পারেন তিনি। সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি বলছে, এর আগে রহস্যময় এই সিনড্রমে যারা আক্রান্ত হয়েছেন তাদের লক্ষণের সঙ্গে মিল আছে হ্যারিসের।

[৪] বিষয়টি অস্বীকার করেনি যুক্তরাষ্ট্রের সরকারও। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি বিবৃতিতে কমলা হ্যারিসের ফ্লাইট বিলম্বিত হওয়ার কারণ হিসেবে সম্ভাব্য এই সিনড্রমের কথাই উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বনের মাধ্যমে হ্যারিস এখন ভিয়েতনাম পৌঁছেছেন। ইউএন টুডে, দ্য গার্ডিয়ান

[৫] ২০১৬ সালে প্রথম শনাক্ত হওয়ার পর শত শত মার্কিন কূটনীতিক, গোয়েন্দা এবং অন্যান্য ব্যাক্তিবর্গ এই সিনড্রমে আক্রান্ত হচ্ছেন। কমলার হ্যারিসের আগে সর্বশেষ গত মাসে অস্ট্রেলিয়ায় হাভানা সিনড্রমে আক্রান্ত হওয়ার খবর মেলে। তবে এ কারণ এখনো বের করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়