শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০১:২১ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দেওয়া শিক্ষার্থীকে পুলিশের কাউন্সেলিং

সুজন কৈরী : [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ সহপাঠীর ফোনে ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দেওয়া এক বিশ্ববিদ্যালয় ছাত্রের বাসায় গিয়ে হাজির হয় পুলিশ। আত্মহত্যার চেষ্টাকারী শিক্ষার্থীকে সান্ত¡না ও পরামর্শ (কাউন্সেলিং) দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।

[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার সন্ধ্যায় একজন তরুণ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফোন করে জানান, তিনি ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একই বিশ্ববিদ্যালয়ের এমবিএর এক শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি আত্মত্যা করতে যাচ্ছেন। এরপর থেকে তিনি ওই শিক্ষার্থীর ফোনে কল করছেন, কিন্তু বন্ধ পাচ্ছিলেন। তিনি একাধিক সহপাঠীর সঙ্গে যোগাযোগ করে আত্মহত্যার স্ট্যাটাস দেওয়া শিক্ষার্থীর বাসার ঠিকানা সংগ্রহ করে ৯৯৯ এ ফোন করেছেন।

[৪] কলার তরুণ জানান, ওই শিক্ষার্থী ঢাকার সবুজবাগের আহমেদবাগ, বাসাবো বালুরমাঠ সংলগ্ন সালাম ডেইরির বিপরীত পাশের একটি ভবনের স্থায়ী বাসিন্দা। ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি সবুজবাগ থানায় জানিয়ে দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

[৫] পরে সবুজবাগ থানার এসআই মো. মনির ৯৯৯ কে ফোনে জানান, তারা ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের এ ঘটনা জানান, ইতোমধ্যে ওই শিক্ষার্থীর কয়েকজন সহপাঠীও সেখানে উপস্থিত হন। তারপর সবাই মিলে বুঝিয়ে তাকে রুম থেকে বের করে আনেন এবং তাকে তাৎক্ষনিক প্রয়োজনীয় সান্ত¡না (কাউন্সেলিং) ও পরামর্শ দেন। ব্যক্তিগত, প্রেমঘটিত, পারিবারিক ও শিক্ষাগত বিভিন্ন ব্যাপারে ওই শিক্ষার্থী মানসিকভাবে হতাশাগ্রস্ত বলে তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছিলেন। ওই শিক্ষার্থীর পরিবারকে পেশাদার পরামর্শ (কাউন্সেলিং) সেবা গ্রহণের জন্য বলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়