শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৯:৫১ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৯:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ৪ ফেনসিডিল ব্যবসায়ী আটক

এফ এ নয়ন: [২] গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী পারিজাত এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিল এবং ৬ বোতল এসকাপ কাশির সিরসহ চারমাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ আগষ্ট) রাত ১০ টা সময় কোনাবাড়ী পারিজাত এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

[৩] আটকৃতরা হলেন, লালমনিরহাট জেলার সূর থানার খুনিয়াগাছ এলাকার দেবেন্দ্রনাথ রায় এর ছেলে তাপস কুমার রায় (২৮), কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার মৃত হুমায়ূন কবির এর ছেলে শাওন (২০),ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিয়া দৌলত মধ্য পাড়া এলাকার বুলবুল মিয়ার ছেলে শরিফুল ইসলাম এবং বগুড়া জেলার শেরপুর থানার খন্দকার পাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে রাশেদুল হক রনি।

[৪] পুলিশ তথ্য মতে পলাতক আসামি কোনাবাড়ী থানাধীন পারিজাত হরিণাচালা এলাকার মৃত মোমের আলীর ছেলে দেলোয়ার হোসেন দোলন (২৮) বাসার নিচে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো বলে জানান।

[৫] কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সিদ্দিক জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা

[৬] হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল এবং ৬ বোতল এসকাপ কাশের সিরাপ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়