শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৯:৩৩ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনহা হত্যা মামলার বাদীকে জেরা সম্পন্ন

আয়াছ রনি :[২] মঙ্গলবার মামলার আসামী প্রদীপ কুমার দাশ, লিটন মিয়া ও লিয়াকত আলী’র পক্ষে তাদের আইনজীবী যথাক্রমে এডভোকেট রানা দাশ গুপ্ত, এডভোকেট সৈকত কান্তি দে এবং অ্যাডভোকেট চন্দন দাশ জেরা করেন।

[৩] লিয়াকত আলীর পক্ষে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে আংশিক জেরা করার পর কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মঙ্গলবার বেলা ২ টার দিকে একঘন্টার জন্য আদালত মধ্যাহ্ন বিরতি দেন।

[৪] বিরতির পর লিয়াকত আলীর পক্ষে তার আইনজীবী বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে আবার জেরা করেন। এরপর আদালতে প্রত্যক্ষদর্শী সাক্ষী সাহিদুল ইসলাম প্রকাশ সিফাত এর আংশিক সাক্ষ্য গ্রহণ শুরু।

[৫] মঙ্গলবার ১০ টায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর প্রথমে মামলার আসামী প্রদীপ কুমার দাশ, লিটন মিয়া ও লিয়াকত আলীর পক্ষে তাদের আইনজীবীরা বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে তার দেওয়া সাক্ষ্যের বিপরীতে এই জেরা করেন।

[৬] সোমবার আগস্ট কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালতে আদালতে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম চলে। এসময় মামলার বাদী ও নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস সাক্ষ্য প্রদান করেন।

[৭] রাষ্ট্র পক্ষে মামলার আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট ফরিদুল আলম, অতিরিক্ত পিপি এডভোকেট মোজাফফর আহমদ, এপিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ শারমিন শাহরিয়া ফেরদৌসের সাক্ষ্য গ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়