শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলাবদ্ধতা, দুর্গন্ধ ও যানজটে ভোগান্তি আশুগঞ্জবাসীর

গোলাম সরোয়ার : [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চর চারতলার শরিয়তনগর রোডে বৃষ্টিতে নগরবাসীকে গরমের ক্লান্তি থেকে মুক্তি দিলেও, বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ১৫দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগই চোখে পড়েনি।একদিকে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ আর ময়লা-আবর্জনার পানি রাস্তায়, দীর্ঘদিন জমে থাকার কারণে জনগণের চলাচলে ব্যাঘাত ঘটছে।

[৩] সরেজমিনে দেখা গেছে, জলাবদ্ধতার কারণে মানুষ ময়লা-আবর্জনা যুক্ত পানির উপরদিয়ে পথ চলছে। যানবাহন ছাড়া যারা পথ চলছেন তাদের জুতা হাতে নিয়ে কিংবা জুতা পায়ে পানির মধ্য দিয়ে পথ চলতে হচ্ছে। বেশ কয়েক দিন ধরে জলাবদ্ধতার কারণে স্থানীয় ব্যবসায়ীসহ এলাবাসির দুর্ভোগ চরমে উঠেছে। দিনভর এ এলাকায় যানজট লেগেই থাকছে।

[৪] এ এলাকার ড্রেনেজের কাজ বেশ কয়েকবার করা হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। ভুক্তভোগীরা বলেন, রাস্তায় জলাবদ্ধতার কারণে যানজট ও ময়লার পানির দুর্গন্ধে চলাচল ও বসবাস করা অনেক কষ্টকর হয়ে পরেছে, তাছারাও এই এলাকায় রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে বলেও ধারনা করছে অনেকে, সামান্য বৃষ্টিতেই মানুষের ভোগান্তি চরমে ওঠে। তাই দ্রæত জলাবদ্ধতা নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান ভুক্তভোগিরা ।

[৫] স্থানীয় ইউপি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ মিয়া বলেন, ইউনিয়ন পরিষদের কোন বাজেট না থাকার কারণে ড্রেনেজ সংস্কার কাজ করা যাচ্ছে না, তবে এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সীর সাথে কথা হয়েছে আশা করি দ্রুত এর সমাধান দিবে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়