শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে এসে করোনা পজেটিভ নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেন

মাহিন সরকার: [২] বাংলাদেশে এসেই করোনা পজেটিভ হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেন। বাংলাদেশে এসে কোভিড পরীক্ষা করিয়ে পজেটিভ হয়েছেন তিনি।

[৩] বাংলাদেশে আসার আগে ইংল্যান্ডের দ্য হান্ড্রেডসের হয়ে বার্মিংহাম ফোনিক্সের হয়ে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে বাংলাদেশের বিমান ধরবার আগে কোভিড পরীক্ষা করিয়েছিলেন, সেখানে অবশ্য নেগেটিভ ফলাফলই এসেছিলো তার। ঢাকা আসবার ৪৮ ঘন্টা পূর্বে তিনি পরীক্ষা করান কিন্তু সেখানে ফলাফল নেগেটিভ আসে। টিম হোটেলে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান মেডিকেল কর্মকর্তার অধীনে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে, সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন নিউজিল্যান্ডের মেডিকেল কর্মকর্তা। চিকিৎসা পরবর্তীতো ট্যুর চলাকালীন সময়ে তিনি যদি আবারো নেগেটিভ হন তাহলে শর্ত সাপেক্ষে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

[৪] ঢাকায় থাকা নিউজিল্যান্ডের ম্যানেজার স্যান্ডল বলেন, তিনি সব সময় ফিনের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি আশা করছেন বাংলাদেশের মেডিকেল বিভাগ থেকে তারা সার্বক্ষণিক সহায়তা পাবেন। এটা ফিনের জন্য সত্যিই অনেক দুর্ভাগ্যজনক। আশা করছি, দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন। ওর সঙ্গে কথা হয়েছে, ও ভালো অনুভব করছে এখনো। বিসিবি

[৫] ফ্লাই এমিরেটসের একটি বিমানে তিনি এসেছেন। তার পজেটিভ হবার খবরটি বিমান কর্তৃপক্ষ এবং তার পরিবারকে জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতি মাত্রায় আন্তরিকতা মুগ্ধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেটকে। অকল্যান্ড থেকে ঢাকায় পৌছানো সকল সদস্যদের মঙ্গলবার ২৪ আগস্ট আইসোলেশনে রাখা হয়েছে। তিনদিনের কোয়ারান্টাইন শেষ করে সকলের কোভিড আবার পরীক্ষা করা হবে এবং সেখান থেকে ক্রিকেটাররা আবারো মাঠে ফিরতে পারবেন।ফিন অ্যালেনের পরিবর্তে অন্য কেউ স্কোয়াডে অন্তর্ভুক্ত হবেন কিনা সেটি এখনো নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়