শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ১২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিল্পী সমিতি থেকে পরীমণির সদস্যপদ স্থগিতের বিরোধিতা করেছিলেন ইলিয়াস কাঞ্চন

ইমরুল শাহেদ: [২] মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে শুরুর দিকে চলচ্চিত্র শিল্পের একটা নেতিবাচক মনোভাব থাকলেও এখন সেটা বদলাতে শুরু করেছে। ‘জাস্টিস ফর পরীমণি’ শ্লোগান দিয়ে মানববন্ধন হওয়ার পর প্রায় সকলেই পরীমণির মুক্তি দাবি করেছেন। তারা পরীমণির জন্য ন্যায় সঙ্গত বিচার দাবি করেছেন।

[৩] প্রশ্ন হচ্ছে, পরীমণি অভিযুক্ত হওয়ার অব্যবহিত পরেই শিল্পী সমিতি তার সদস্যপদ স্থগিত করেছে। এ ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘শিল্পী সমিতির সিদ্ধান্ত জায়েদ খান একা নেন না। মিশা সওদাগরও না। পরীমণির বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা কমিটির ২১ জন সদস্যের। এমনকি আমরা আমাদের সিনিয়র শিল্পী আলমগীর, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানাসহ সবার সঙ্গে কথা বলে নিয়েছি।’

[৪] পরীমণির সদস্যপদ স্থগিতের ব্যাপারে কমিটির সবাই একমত হয়েছেন। কিন্তু উপদেষ্টা কমিটি থেকে সোহেল রানা বেশ সোচ্চার। তিনি বলেছেন, পরীমণির শুধু সদস্যপদ স্থগিত নয়, তাকে চলচ্চিত্রশিল্প থেকে বের করে দেয়া উচিত। কিন্তু অন্যরা সোহেল রানার মতো করে কথা বলেননি। ইলিয়াস কাঞ্চন সদস্যপদ স্থগিতের বিরোধিতা করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমার সঙ্গে যোগাযোগ করেছিলো, তখন আমি বলেছি, একজন শিল্পীর নামে মাত্র অভিযোগ এসেছে। কোনো কিছুই প্রমাণিত হয়নি। অভিযোগ যখন প্রমাণিত হয়নি, কী কারণে তোমরা সদস্যপদ স্থগিত করবা? তারা আমাকে বোঝানোর চেষ্টা করেছে, আমরা তো স্থায়ীভাবে করছি না। সাময়িকভাবে করছি। তখন আমি বলেছি, এই স্থগিতই বা কেনো করবা। স্থগিত করাটা ঠিক হবে না। স্থগিতের বিষয়ে আমার মতো নেওয়া হয়নি। আমাকে বলেছে, অন্যদের সঙ্গেও যোগাযোগ করবে। অন্যরা কী বলছে, তা তো আমি বলতে পারবো না’।

[৫] ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি বলেছি, সংবিধান অনুযায়ী এটা করাটা ঠিক হবে না। নিয়মানুযায়ী একজন শিল্পীর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তাকে নোটিশ করা যেতে পারে। সতর্ক করা যেতে পারে। কিন্তু সদস্যপদ স্থগিত করা, অমুক করা এসব তো মোটেও ঠিক হবে না। কিন্তু কখনো যদি অভিযোগ প্রমাণিত হয়, তখন নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। আমি আমার জ্ঞানবুদ্ধি দিয়ে যা কিছু বলার, বলেছি’। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়