শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইমরান-ওয়াকার-ওয়াসিমকেও ছাপিয়ে গেছেন মোহাম্মদ আব্বাস

স্পোর্টস ডেস্ক : [২] ২০১৭ সালের ২১ এপ্রিল জ্যামাইকার সাবিনা পার্কে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসের। চার বছর বাদে একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে নিজের ২৫তম টেস্ট খেলছেন ৩১ বছর বয়সী ডানহাতি পেসার।

[৩] এখন পর্যন্ত ২৫ টেস্টের ৪৪ ইনিংসে বল করে ৯০টি উইকেট শিকার করেছেন মোহাম্মদ আব্বাস। যেখানে প্রতিটি উইকেট নিতে তিনি খরচ করেছেন ২২.৭২ রান। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের জার্সি গায়ে এর চেয়ে ভালো বোলিং গড়ে আর কোনো বোলার আব্বাসের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি।এমনকি পাকিস্তানের পক্ষে এই ফরম্যাটে অন্তত ৭৫ উইকেট শিকার করেছেন এমন বোলারদের মধ্যে সেরা বোলিং গড় আব্বাসেরই। যেখানে তিনি পিছনে ফেলেছেন ইমরান খান, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের মতো কিংবদন্তিদের।

[৪] টেস্টে পাকিস্তানের পক্ষে সেরা বোলিং গড়ঃ (অন্তত ৭৫ উইকেট)
২২.৭ - মোহাম্মদ আব্বাস
২২.৮ - ইমরান খান
২৩.৬ - ওয়াকার ইউনিস
২৩.৬ - ওয়াসিম আকরাম

[৫] টেস্ট ক্যারিয়ারের এই অল্প সময়ের মধ্যে ৪ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন আব্বাস। আর ৬ বার নিয়েছেন ইনিংসে চার উইকেট। আর টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১ বার স্বাদ পেয়েছেন দশ উইকেট শিকারেরও।

[৬] জ্যামাইকায় চলমান দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের চতুর্থ দিনে পঞ্চম উইকেট জুটিতে পাকিস্তানের গলার কাটা হয়ে উঠেছিলেন এনক্রুমাহ বোনার এবং জার্মেইন ব্ল্যাকউড জুটি। তাদের পার্টনারশিপে ভর করে খেলায় ফেরার ইঙ্গিত দিচ্ছিলো স্বাগতিকরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩৯তম ওভারে বোলিংয়ে এসে সেই প্রতিরোধ ভেঙে দেন মোহাম্মদ আব্বাস।সেই ওভারের টানা শেষ দুই বলে এনক্রুমাহ বোনার এবং কাইল মায়ার্সকে প্যাভিলিয়নে ফিরিয়ে ম্যাচের মোড় ফের পাকিস্তানের দিকে ঘুড়িয়ে দেন ডানহাতি পেসার। এরপর উইকেটকিপার ব্যাটার জশুয়া ডি সিলভাকেও শিকারে পরিণত করেন তিনি।

[৭] সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ১৮ ওভার বল করে ছয়টি মেইডেন সহ মাত্র মাত্র ৪৪ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন মোহাম্মদ আব্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়