শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিটের অভাবে ভেড়ামারায় বন্ধ করোনা পরীক্ষা

ইসমাইল হোসেন: [২] ৫০ শয্যাবিশিষ্ট ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট নেই। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিটের অভাবে প্রায় ১মাস যাবৎ বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাস পরীক্ষা।

[৩] গত ৩১জুলাই শনিবার থেকে হঠাৎকরে বন্ধ হয়ে যায় করোনা পরীক্ষা। কিটের অভাবে মঙ্গলবার (২৪আগষ্ট) পর্যন্ত চালু হয়নি করোনা টেস্ট পরীক্ষা।

[৪] আ্যন্টিজেন কিট এ পরীক্ষা করলে তাৎক্ষনিক ভাবে জানা যায় করোনা পজিটিভ কিনা। করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে অনেকেই স্বাস্থ্যকমপ্লেক্সে আসেন কিন্তু কিট না থাকায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

[৫] এব্যাপারে নিশ্চিত করেছে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যমেডিকেল অফিসার (অন্তঃবিভাগ) অতিরিক্ত দায়িত্ব মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শুভাশীষ সাহা শুভ । তিনি জানান, গত ৩১জুলাই শনিবার থেকে র‌্যাপিড আ্যন্টিজেন টেস্ট কিট সংকট দেখা দিয়েছে । কিট না থাকায় মঙ্গলবার (২৪আগষ্ট) পর্যন্ত কোনো র‌্যাপিড আ্যন্টিজেন টেস্ট করা সম্ভাব হয়নি। গত দুই মাস আগে প্রায় ২৭শ’ ৫০টি আ্যন্টিজেন কিট এসেছিলো। ভেড়ামারা উপজেলায় করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় তা ব্যবহার বেশী হওয়ায় কিট সংকট দেখা দিয়েছে।

[৬] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নূরুল আমীনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, হাসপাতালে কিট নেই, তবে চাহিদা চেয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আশা করছি খুব শিগগিরই কিট পেয়ে যাবো। যেহেতু ভেড়ামারায় করোনা রুগীর সংখ্যা বেশী। তাই নমুনা পরীক্ষার গতি এখানে অবিলম্বে বাড়াতে হবে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়