শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

জামাল হোসেন: [২] চুয়াডাঙ্গা জীবননগর পৌরসভায় করোনার টিকা কর্যক্রমের প্রথম ডোজের ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ।

[৩] মঙ্গলবার (২৪ আগস্ট) জীবননগর পৌরসভায় ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫ উর্ধ্ব প্রায় ২০ হাজার পৌর বাসী করোনার টিকার রেজিস্ট্রেশনের মাধ্যেমে টিকাদান গ্রহণ করতে পারবেন।

[৪] এসময় মেয়র রফিকুল ইসলাম বলেন,পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫ উর্ধ্ব ২০ হাজার নাগরিক রেজিস্ট্রেশন করে টিকা দানের ফিরতি এসএএস এর মাধ্যমে প্রতিদিন ২৫০ জন টিকাদান সেবা গ্রহণ করবেন। আশা করি সল্প সময়ে সকল পৌর বাসীকে করোনার টিকা দেওয়ার আওতায় আনা হবে।

[৫] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা (THO) ডাঃ সেলিমা আখতার শিমু জানায়, উপজেলায় করোনার টিকার কার্যক্রম চলছে দ্রুতভাবে। স্বাস্থ্য কর্মীরা তাদের নিষ্ঠার সঙ্গে পালন করছে। পৌর বাসীকে দ্রুত ও শতভাগ টিকাদান সেবা গ্রহণের সুবিধার্থে আজ থেকে জীবননগর পৌরসভার কমপ্লেক্স এ টিকাদান কার্যক্রম চালু করা হলো। তবে এখানে শুধু করোনার প্রথম ডোজ দেয়া হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে যাদের টিকা গ্রহণের জন্য এসএএস এসেছে তারাই শুধু এ সেবা গ্রহণ করতে পারবেন।

[৬] এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিবকল্পনা কর্মকর্তা ((THO) ডাক্তার সেলিমা আখতার শিমু, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সার্ভিলেন্ড মেডিকেল অফিসার ডাক্তার তাফসির আহমেদ চৌধুরী, পৌর সচিব জায়েদ হোসেন, প্যানেল মেয়র সোয়েব আহমেদ অঞ্জন, কাউন্সিলর শেখ জয়নাল আবেদিন, আবুল কাশেম, জামাল হোসেন খোকন, মতিয়ার রহমান, খোকন হোসেন, বিউটি পারভীন প্রমুখ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়