শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০২:২৩ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও শিক্ষামন্ত্রী নিয়োগ, উলামাদের দ্বারাই সরকার পরিচালনার ঘোষণা তালেবানের

লিহান লিমা: [২] কাবুল দখলের পর তালেবানের আফগানিস্তান ইসলামিক আমিরাত (আইএই) ঘোষণার দশ দিন হয়ে গিয়েছে। এখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদগুলো খালি থাকলেও ইতোমধ্যে বিভিন্ন পদে নিয়োগ দিতে শুরু করেছে তালেবান। খামাডটকম

[৩] সোমবার তালেবান মুল্লাহ আবদুলকাহার (হাজী মুহাম্মদ ইদ্রিস নামে পরিচিত) কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান এবং হেমেত আখুনজাদাকে ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। আবদুলকাহার ইতোমধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের কর্মীদের সঙ্গে পরিচিতি বৈঠক করেছেন এবং সবাইকে কাজে ফিরতে বলেছেন। আফগানিস্তানে এখন পর্যন্ত ব্যাংক বন্ধ রয়েছে। একই বৈঠকে ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী বলেছেন, তালেবান কিশোরীদের শিক্ষার প্রতি প্রতিশ্রæতিবদ্ধ কিন্তু সেটি হতে হবে শরীয়া আইনের বিধান অনুযায়ী।

[৪] এর আগে তালেবান ভারপ্রাপ্ত সরকারী কাজ বিষয়ক মন্ত্রী, ভারপ্রাপ্ত ক্রিকেট বোর্ডের পরিচালক, ভারপ্রাপ্ত কাবুলের মেয়র, ভারপ্রাপ্ত পানি ও জ্বালানি মন্ত্রী এবং কাবুলের ভারপ্রাপ্ত নিরাপত্তা প্রধান নিয়োগ দেয়।

[৫] তালেবানের নেতারা এখন কাবুলে পরবর্তী সরকার গঠন নিয়ে ভিন্ন ভিন্ন দলগুলোর সঙ্গে দরকষাকষিতে ব্যস্ত। ইতোমধ্যেই সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দল, আবদুল্লাহ আবদুল্লাহের জাতীয় ঐক্য পরিষদ, এবং সাবেক এমপিদের গঠিত এককদলের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে।

[৬] তালেবান বলেছে তারা সব দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবে, এটি হবে দুর্নীতিমুক্ত এবং দায়িত্বশীল। কিন্তু সবকিছুই পরিচালিত হবে ইসলামী জ্ঞানবিশারদদের (উলামা) দ্বারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়