রাকিবুল আবির: [২] শুরু হয়েছে বিশ্ব পানি সপ্তাহ ২০২১ সম্মেলনের কার্যক্রম। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউটের এই আয়োজন ১৯৯১ সাল থেকে শুরু হয়েছে, যা এখনো অবাধ চলমান। এবারের আয়োজনে ভার্চুয়াল এ সম্মেলনে অংশ নিচ্ছেন ১৩০ টিরও বেশি দেশের প্রতিনিধি। এসআইডব্লিউআই
[৩] এবারের সম্মেলনে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক প্রভাব, বিশ্বে বিশুদ্ধ পানির সংকট, দূষিত পানি থেকে রোগ ছড়ানো এবং ফসল উৎপাদনে পানির ব্যবহার। তবে এছাড়াও আরো অনেক বিষয় নিয়েই আলোচনা করা হবে এই সম্মেলনে। এবারের সম্মেলন শুরু হবে ২৩ আগস্ট থেকে, যা ২৭ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। জলবায়ু সংকট নিরসন, দারিদ্র্য হ্রাস ও জীববৈচিত্র্য সংরক্ষণই এ সম্মেলনের মূল লক্ষ্য। সম্পাদনা: সুমাইয়া ঐশী