শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্লিনিক্যাল পরীক্ষা শেষ না করেই তাইওয়ানে টিকা প্রদান শুরু

সাখাওয়াত হোসেন: [২] দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি ব্যবহারের ক্ষেত্রে এর অনুমোদন দিয়েছে। স্থানীয় সময় সোমবার তাইওয়ানের প্রেসিডেন্ট সেই ইং-ওয়েন তাইওয়ান উৎপাদিত টিকা মেডিজেন গ্রহণের মাধ্যমে এর উদ্বোধন করেন। যদিও এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা এখনো শেষ হয়নি। বিবিসি, রয়টার্স

[৩] মেডিজেন ভ্যাকসিন তৈরি প্রতিষ্ঠান আশা করছেন, এই বছরের শেষের দিকে প্যারাগুয়েতে সর্বশেষ এ পরীক্ষাটি করা হবে। তবে অনেকেই সমালোচনা করে বলছেন, এই ভ্যাকসিন অনুমোদন দেওয়ার ক্ষেত্রে খুব তড়িঘড়ি করে ফেলা হলো।

[৪] মেডিজেন ভ্যাকসিনটি তৈরি প্রতিষ্ঠান বলছেন, এ ভ্যাকসিন কতোটা সুরক্ষা দেবে সে ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি বলেন, গবেষণা বলছে, এ্যাস্ট্রাজেনেকা টিকা ভাইরাস থেকে যে পরিমাণ সুরক্ষা দেবে তার থেকে এটি খারাপ নয়।

[৫] এই ভ্যাকসিনটি নোভাভ্যাক্স কর্তৃক তৈরিকৃত ভ্যাকসিনের মতই কার্যকর। মেডিজেনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আমরা এ ভ্যাকসিনের অনেক পরীক্ষা চালিয়েছি। সেখানে সবাই দেখেছে, আমাদের ভ্যাকসিন কতোটা নিরাপদ। সুতরং এ ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। তবে তিনি স্বীকার করেছেন, এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।

[৬] দেশটির প্রায় ৭ লাখ বাসিন্দা নিজেদের তৈরি ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। তবে দেশটির প্রধান বিরোধী দল বলছেন, এই ভ্যাকসিন অনিরাপদ।

[৬] তাইওয়ানকে কোভিড নিয়ন্ত্রণে সর্বোচ্চ সফল দেশ বলে বিবেচনা করা হয়। ২৩ দশমিক ৫ মিলিয়ন জনসংখ্যার এ দেশে প্রতিদিন প্রায় ১০ জন কোভিড সংক্রমিত হয়। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়